অ্যাপশহর

রূপকথা লিখলেন বোল্যান্ড, ইতিহাসের সাক্ষী অস্ট্রেলিয়া

ক্টোরিয়ার এই পেসারের আগুন গতিতে কার্যত ধরাশায়ী হয়ে পড়লেন ব্রিটিশ ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র চার ওভার বল করেছেন। দিয়েছেন মাত্র ৭ রান। আর নিয়েছেন ছ'টি গুরুত্বপূর্ণ উইকেট।

EiSamay.Com 28 Dec 2021, 3:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 'বোল্যাএএএএন্ড... বোল্যান্ড।' মেলবোর্নের ক্রিকেটার। ফলে ঘরের ছেলের জন্য আলাদা যে একটা উত্তেজনা থাকবে, সেটাই স্বাভাবিক। অ্য়াসেজ সিরিজের তৃতীয় ম্য়াচে যে রূপকথার অভিষেক তিনি করলেন, সেটা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে। ভিক্টোরিয়ার এই পেসারের আগুন গতিতে কার্যত ধরাশায়ী হয়ে পড়লেন ব্রিটিশ ক্রিকেটাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র চার ওভার বল করেছেন। দিয়েছেন মাত্র ৭ রান। আর নিয়েছেন ছ'টি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর শিকারের তালিকায় রয়েছেন হাসিব হামিদ, জ্যাক লিচ, জনি বেয়ারস্টো, জো রুট, মার্ক উড এবং অলি রবিনসন। আর এই ম্যাচে তিনি ৫৫ রানে মোট সাতটি উইকেট শিকার করেছেন। সেইসঙ্গে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া মাত্র তিন দিনের মধ্যে জয়লাভ করে।
EiSamay.Com Boland main
আগুন পারফরম্যান্স করলেন স্কট বোল্যান্ড, ছবি - টুইটার


দ্বিতীয় ইনিংসে জোড়া উইকেট ঝুলিতে নিয়েই মাঠে নেমেছিলেন ৩২ বছর বয়সি এই পেস তারকা। একটা ক্যাচ হাতছাড়া হলেও কোই পরোয়া নেহি। মাত্র কিছুক্ষণের মধ্যেই তিনি মোট ৬ উইকেট শিকার করেন। আর সেইসঙ্গে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে গেল। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টে এক ইনিংস এবং ১৪ রানে জয়লাভ করে।

অস্ট্রেলিয়ার পেস ব্রিগেডের সামনে আরও একবার ইংল্যান্ডের ব্যাটিং দুর্দশা স্পষ্ট হয়ে উঠল। একা জো রুট ছাড়া আর কেউই এখনও পর্যন্ত চলতি সিরিজে ব্যাট হাতে প্রভাবিত করতে পারেননি। অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে অজিদের আক্রমণাত্মক বোলিংয়ের কার্যত মাথা নত করে নেন ব্রিটিশ ক্রিকেটাররা। প্রথম টেস্ট ম্যাচে পরাজয়ের পর রুট ব্রিগেড আর কামব্যাক করতে পারেনি।

ম্যাচ শেষে জো রুট বলেন, ‘আমরা এই পরিস্থিতির সঙ্গে বেশ কয়েকদিন ধরেই যাচ্ছি। অস্ট্রেলিয়াকে পুরো কৃতিত্ব দিতেই হবে। ওরা আমাদের উড়িয়ে দিয়েছে। ওরা এই টেস্টে দারুণ খেলেছে। এই সিরিজে এখনও পর্যন্ত আমাদের আরও কাজ করতে হবে। বাকি দুটো ম্যাচে আরও শক্তিশালী হলে নামতে হবে। গতকাল আমাদের বোলিং ভালো ছিল। ব্যাটিংটা আরও লম্বা টানতে হত। আমরা জানি কোথায় কাজ করতে হবে এবং আমাদের আরও শক্তিশালী হতে হবে। বাকি দুটো ম্যাচ জিতে আমরা এই সফর থেকে কিছু নিয়ে ফিরতে চাই।’

জয়ী অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘গত কয়েক সপ্তাহ দারুণ যাচ্ছে। দলের প্রতি গর্বিত। সবকিছু কাজে লেগেছে আমাদের। স্কট বোল্যান্ড ওর ঘরের মাঠে দারুণ পারফর্ম করল। বোলাররা প্রতিটা বল নিখুঁত করেছে। বড় পার্টনারশিপ হয়েছে। সবাই ভালো খেলেছে। এটা দারুণ অভিজ্ঞতা। আমাদের দল গঠনটা ঠিকঠাক করতে হয়েছে। বুঝতে হয়েছে কে ভালো খেলতে পারবে।’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল