অ্যাপশহর

Sanju Samson : 'আর দুটো শট মারতে পারলে...', ম্যাচ জেতাতে না পেরে আক্ষেপ সঞ্জুর

Sanju Samson : জাতীয় দলে প্রত্যাবর্তন করে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সঞ্জু স্যামসন। ম্যাচ জেতাতে না পারলেও তাঁর শেষ পর্যন্ত লড়াই প্রশংসিত হয়েছে। ৬৩ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন তিনি।

Produced byনবীন পাল | EiSamay.Com 7 Oct 2022, 12:36 pm
জাতীয় দলে প্রত্যাবর্তন করে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ম্যাচ জেতাতে না পারলেও তাঁর শেষ পর্যন্ত লড়াই প্রশংসিত হয়েছে। ৬৩ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে তাঁর শটগুলো ক্রিকেট সমর্থকদের মনে থাকবে। তিনি শেষ ওভারে করলেন ২০ রান। কিন্তু তাঁর এই দাপটে কিছুটা চোনা ফেলে দিল ম্যাচ হারটা। ৯ রানে ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ফলে তিন ম্যাচের সিরিজে ০-১ এ পিছিয়ে গেল ভারত। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে আসেন সঞ্জু। কিছুদিন আগে তিনি ভারতের A দলকে নেতৃত্ব দেন। এবার বিশ্বকাপ দলে তাঁকে না নেওয়ায় বিভিন্ন মহল থেকে নির্বাচকদের নিন্দা হয়েছে। ওডিআই তে তাঁর দুর্দান্ত পারফরমেন্সের পর এবার বিশ্বকাপ দলে তাঁকে নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিশ্বকাপে 'বুড়ো ঘোড়া' সামিতেই ভরসা রোহিতের

India Losses Against South Africa : কাজে এল না সঞ্জুর লড়াই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের
ম্যাচের শেষ ওভারে ভারতের জিততে দরকার ছিল ৩০ রান। স্ট্রাইকে ছিলেন সঞ্জু স্যামসন। কেন তাঁকে জাতীয় দলে পাকাপাকিভাবে জায়গায় দেওয়ার দাবি তোলা হয় তা তিনি প্রমাণ দিলেন।

সঞ্জু স্যামসনের শেষ ওভার
  • প্রথম বল ওয়াইড
  • দ্বিতীয় বল ৬
  • তৃতীয় ও চতুর্থ বলে পরপর দুটো চার
  • পঞ্চম বলে ডট
  • ষষ্ঠ বলে চার
  • সপ্তম বলে এক রান
খেলা যখন শেষ হয় তখন ভারতকে জিততে দরকার ছিল আর ১০ রান। দুটো শট হলেই জিতে যেত ভারত। ম্যাচ শেষে সঞ্জুর গলায় শোনা গেল হতাশার সুর। ২৭ বছর বয়সি এই উইকেটরক্ষক ব্যাটার ম্য়াচের শেষে সাংবাদিক বৈঠকে এসে বলেন, “কিছু সময় উইকেটে থাকতে পছন্দ করি। ভারতীয় জার্সিতে নামলে তা আরও স্পেশাল হয়ে যায়। খেলি ম্যাচ জেতার জন্য। কিন্তু অল্প বাকি থেকে গেল। দুটো শট বাকি থাকল। তবে আমি যা করেছি তাতে আমি খুশি।” ফাইনাল ওভারে আলাদা স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিলেন স্যামসন। সেটাও জানালেন।
Suryakumar Yadav : ঘুম উড়তে পারে বিপক্ষের বোলারদের, হতে পারেন ত্রাস, কার সম্পর্কে একথা বললেন রাহুল
তিনি বলেন, “ওদের বোলার ভালো বল করছি তবে তাবরেজ সামসি বেশি রান দিচ্ছিল, আমি ওকে টার্গেট করেছিলাম। ওদের একওভার শেষে বাকি ছিল, আমি জানতাম যদি ২৪ রান হয় তাহলে ৪টে ছয় মারতে হবে। আমি কনফিডেন্ট ছিলাম, ওটাই প্ল্যান ছিল। ব্য়াটাররা ভালো উত্তর দিয়েছে। কিন্তু শেষটা হল না। দুটো শটের জন্য আটকে গেলাম।”
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল