অ্যাপশহর

ধোনির অভিষেকের ২ বছর আগেই Helicopter Shot সচিনের! দেখুন ভিডিয়ো

চেস্টার-লি-স্ট্রিটে আয়োজিত ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে Sachin Tendulkar এই শটটি হাঁকিয়ে ছিলেন। যদিও বৃষ্টির কারণে এই ম্যাচের অনেকটা সময়ই বিঘ্নিত হয়েছিল।

EiSamay.Com 22 Aug 2021, 1:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সময়টা তখন ২০০৪ সালের মাঝামাঝি। মারকাটারি ব্যাটিং স্টাইল মহেন্দ্র সিং ধোনিকে রাতারাতি জনপ্রিয় করে তুলেছিল। অধিকাংশ সময়ই তিনি চেনা ছকের বাইরে শট হাঁকিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতেন। তবে তাঁর সমস্ত শটের মধ্যে সবথেকে জনপ্রিয় ছিল তাঁর হেলিকপ্টার শট। এই বিধ্বংসী শটই 'মাহি'কে গোটা বিশ্বের কাছে চেনা নাম করে তুলেছিল। বটম হ্যান্ড দিয়ে ব্যাটটাকে সজোরে ঘুরিয়ে তিনি বলে শট নিতেন। অধিকাংশ সময়েই লেগ সাইডের উপর দিয়ে বল বাউন্ডারির বাইরে চলে যেত।
EiSamay.Com MS Dhoni and Sachin Tendulkar
মহেন্দ্র সিং ধোনি এবং সচিন তেন্ডুলকর


২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মহেন্দ্র সিং ধোনি। তবে রাঁচির এই অনামী যুবকের অভিষেকের বছর দুয়েক আগেই সচিন তেন্ডুলকর প্রায় একই ধরনের শট হাঁকিয়েছিলেন। ২০০২ সালে ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট সিরিজ চলাকালীন সচিনকে এমন শট মারতে দেখা গিয়েছিল। যদিও সেইসময় এই শটটি অতটাও জনপ্রিয় হয়নি।

চেস্টার-লি-স্ট্রিটে আয়োজিত ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে সচিন এই শটটি হাঁকিয়ে ছিলেন। যদিও বৃষ্টির কারণে এই ম্যাচের অনেকটা সময়ই বিঘ্নিত হয়েছিল। তবে শেষপর্যন্ত অপরাজিত শতরান করে মাঠ ছাড়েন সচিন। ভারতীয় ইনিংসের ৪৯তম ওভারে জেমস কার্টলি বল করতে এসেছিলেন। তিনি অফ সাইডে ফুল লেংথ ডেলিভারি করেন। সচিন তাঁর কবজির মোচড়ে বলটা ফ্লিক করে অন সাইডে পাঠিয়ে দেন। মাঠে বেশ কয়েকটা ড্রপ খাওয়ার পর বলটি মিড উইকেট বাউন্ডারির বাইরে বেরিয়ে যায়। সেই একই শট বেশ কয়েক বছর পর ধোনিকে মারতেও দেখা যায়।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সচিনের আগেও ১৯৯৬ সালে মহম্মদ আজহারউদ্দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এমনই একটা শট হাঁকিয়েছিলেন।

এক ক্লিকে দেখে নিন সচিনের সেই শটটি :

পরের খবর