অ্যাপশহর

বায়ুসেনাকে নিয়ে আলোকসজ্জার থিম, চন্দননগরের কীর্তিতে মুগ্ধ সচিন

এবছর মোট ৭৬টি পুজো কমিটি প্রসেশন করেছিল। তাঁদেরই মধ্যে একটি বারোয়ারি বায়ুসেনাকে স্যালুট জানিয়ে বিমান, জাতীয় পতাকা, প্যারাস্যুটে করে সেনা নামছে এমন সব থিমের উপর আলোকসজ্জা করেছিল।

EiSamay.Com 8 Nov 2019, 3:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চন্দননগরের আলোর ম্যাজিক জগদ্বিখ্যাত। সম্প্রতি শেষ হয়েছে দশমীর শোভাযাত্রা। যেখানে সারা রাত ধরে আলোর খেলায় মাত করে দর্শকদের। সেই টানেই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আসেন বহু ভক্ত। অসাধারণ আলোর কেরামতিতে মুগ্ধ সচিন তেণ্ডুলকরও।
EiSamay.Com lighting of Chandannagar
এবছরের আলোকসজ্জার এক ঝলক...




দশমীর দিন, নির্দিষ্টি কয়েকটি বারোয়ারি ঠাকুর বিসর্জনের সঙ্গে আলোর শোভাযাত্রা করেন। এবছর মোট ৭৬টি পুজো কমিটি প্রসেশন করেছিল। তাঁদেরই মধ্যে একটি বারোয়ারি বায়ুসেনাকে স্যালুট জানিয়ে বিমান, জাতীয় পতাকা, প্যারাস্যুটে করে সেনা নামছে এমন সব থিমের উপর আলোকসজ্জা করেছিল। তারই একঝলক পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নজরে পড়েছে লিটল মাস্টারের চোখেও।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল