অ্যাপশহর

সব ছেড়ে ক্রিকেট কেন বেছে নিয়েছিলেন Sachin Tendulkar? খোলসা করলেন মাস্টার ব্লাস্টার

ফাইনাল ম্যাচে টস জিতে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে পাঠিয়েছিল ভারতকে। ক্যারিবিয়ান পেসারদের দাপটে টিম ইন্ডিয়ার কার্যত ভরাডুবি হয়েছিল। মাত্র ১৮৩ রানে অলআউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 25 Jun 2022, 4:16 pm
২৫ জুন, ১৯৮৩। কপিল দেব নিখাঞ্জের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল। মাঝখানে কেটে গিয়েছে অনেকগুলো বছর। সেইসময় ভারতীয় ক্রিকেট দলের হয়ে না খেললেও, সেদিনে সেই স্মৃতি আজও অমলিন দেশের কিংবদন্তী ব্যাটার সচিন তেন্ডুলকরের।
EiSamay.Com Sachin Main (16)
সচিন তেন্ডুলকর এবং কপিল দেব, ছবি সৌজন্য - Twitter@sachin_rt


শনিবার নিজের টুইটারে তিনি দুটো ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবের হাতে রয়েছে বিশ্বকাপের ট্রফি। অন্যদিকে সচিন নিজেক বায়োপিকের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে তাঁর শৈশবের উচ্ছ্বাসটাই তুলে ধরেছেন। পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপ জয়ের পর তিনি রাস্তায় নেমে কীভাবে জয়োৎসব উদযাপন করেছিলেন।

সেইসঙ্গে ওই টুইটের ক্যাপশনে সচিন লেখেন, "কিছু কিছু মুহূর্ত থাকে, যেগুলো আপনাকে অনুপ্রেরণা জোগায়, আপনাকে স্বপ্ন দেখতে সাহায্য করে। ১৯৮৩ সালে আজকের দিনেই আমরা প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিলাম। আর তখন থেকেই আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে আমাকে কী করতে হবে।"

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৮৩ সালের ওই দলে সচিন অংশগ্রহণ করতে না পারলেও, তাঁর স্বপ্ন অবশ্য পূরণ হয়েছে। কেরিয়ারের একেবারে শেষলগ্নে এসে ২০১১ সালে তিনি বিশ্বকাপ জয় করেন। সেবছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাহির সেই লম্বা ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতানোর মাহেন্দ্রক্ষণ, আজও দেশের প্রত্যেক সমর্থকের মনিকোঠায় একেবারে গেঁথে রয়েছে। ওই ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে পরাস্ত করে জয়লাভ করেছিল ভারতীয় ক্রিকেট দল।

এবার আসা যাক বিশ্বকাপের ওই ম্যাচের কথায়। ফাইনাল ম্যাচে টস জিতে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে পাঠিয়েছিল ভারতকে। ক্যারিবিয়ান পেসারদের দাপটে টিম ইন্ডিয়ার কার্যত ভরাডুবি হয়েছিল। মাত্র ১৮৩ রানে অলআউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। কপিল ব্রিগেডের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ৩৮ রানে আউট হয়েছিলেন তিনি। সন্দীপ পাটিলের ব্যাট থেকে আসে ২৭ রান। ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন দলের ওপেনার সুনীল গাভাসকার। তিনি মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আর অধিনায়ক কপিল দেব করেছিলেন ১৫ রান।

তবে বল হাতে এই ম্যাচে রীতিমতো জ্বলে উঠেছিলেন মহিন্দর অমরনাথ এবং মদন লাল। তাঁরা দুজনেই তিনটে করে উইকেট শিকার করেছিলেন। অবশেষে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ৪৩ রানে জয়লাভ করে। এরপর আবারও ২৮ বছর পর দ্বিতীয়বার ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় ক্রিকেট দল। এবার অবশ্য ভারতীয় ক্রিকেট দলের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারীর পুরস্কার তুলে নেন সচিন তেন্ডুলকর।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল