অ্যাপশহর

টি-টোয়েন্টি দলে শ্রেয়স-সিরাজ, বিশ্রাম পাচ্ছেন বিরাট

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন মুম্বইয়ের ব্যাটসম্যান শ্রেয়স আয়ার এবং হায়দরাবাদের পেসার মহম্মদ সিরাজ।

EiSamay.Com 23 Oct 2017, 3:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন মুম্বইয়ের ব্যাটসম্যান শ্রেয়স আয়ার এবং হায়দরাবাদের পেসার মহম্মদ সিরাজ। এই সিরিজেও বিশ্রাম দেওয়া হচ্ছে না বিরাটকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের পর তাঁকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত দিলেন নির্বাচকদের চেয়ারম্যান এমএসকে প্রসাদ।
EiSamay.Com rookies siraj iyer in t20 squad no rest for virat kohli yet
টি-টোয়েন্টি দলে শ্রেয়স-সিরাজ, বিশ্রাম পাচ্ছেন বিরাট


সোমবার তিনি জানান, রোটেশন পদ্ধতি থেকে অধিনায়কও বাদ যাবেন না। তবে গোটা শ্রীলঙ্কা সিরিজে বিরাটকে বিশ্রাম দেওয়ার খবর সঠিক নয়। তিনি বলেন, ‘অনেকের ধারণা ছিল গোটা শ্রীলঙ্কা সিরিজে বিরাটকে বিশ্রাম দেওয়া হবে। সেটা সঠিক নয়। টেস্ট সিরিজের প্রথম পর্যায় পর্যন্ত দলের সঙ্গে থাকছেন বিরাট। তার পর রোটেশন অনুযায়ী তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। আমরা ওঁর চাপ নিয়ে চিন্তাভাবনা করছি। গত আইপিএল থেকে টানা খেলে চলেছেন বিরাট। ওঁকে বিশ্রাম দেওয়া প্রয়োজন।’

শ্রীলঙ্কার ভারত সফর শেষ হলেই দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে ভারতীয় দল। সেখানে তরতাজা অবস্থায় বিরাটকে পেতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অন্য দিকে, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে সুযোগ পেলেন শ্রেয়স আয়ার এবং মহম্মদ সিরাজ। ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেন সিরাজ। শ্রেয়স অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন। সিনিয়র পেসার আশিস নেহরা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর অবসর নিচ্ছেন। দিল্লিতে এই ম্যাচ নিয়ে বিশেষ পরিকল্পনাও রয়েছে বোর্ডের। শুধুমাত্র প্রথম ম্যাচের জন্যই দলে জায়গা পেয়েছেন নেহরা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল