অ্যাপশহর

Hitman Show-র ৭ বছর, রোহিতের ডবল সেঞ্চুরির স্মৃতি আজও টাটকা শহর কলকাতার

২০১৪ সালের শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচের আগে তিন মাস আঙুলের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন টিম ইন্ডিয়ার ওপেনার। এরপর ১৭৩ বলে ২৬৪ রানে শেষ হয় রোহিত শর্মার ইনিংস।

EiSamay.Com 13 Nov 2021, 3:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আজ থেকে ঠিক ৭ বছর আগে এক ঝড়ের সাক্ষী ছিল কলকাতা। ইডেন গার্ডেন্সে হওয়া সেই ঝড়ের নাম ছিল রোহিত শর্মা। ২০১৪ সালের আজকের দিনেই দ্বিশতরান করেছিলেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের সেই ইনিংস এখনও জ্বলজ্বল করছে ক্রিকেটপ্রেমীদের মনে। কেরিয়ারে তিনটে দ্বিশতরান করলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে করা এই দ্বিশতরানটা বাকিগুলোর থেকে আলাদা।
EiSamay.Com EpGMRjRVQAQAYSN
ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা, ছবি সৌজন্য - টুইটার


নিজের কেরিয়ারের প্রথম দ্বিশতরানটা সচিন তেন্ডুলকর করেছিলেন গ্যালারির সিলিং ভেঙে। তিনি ছিলেন প্রথম প্লেয়ার দ্বিশতরানকারী ব্যাটসম্যান। কিন্তু, রোহিত শর্মা তাঁকে শুধুমাত্র স্পর্শই করেননি, তাঁর রেকর্ড ভেঙে দিয়েছেন। এমনিতেই ইডেন গার্ডেন্সে বরাবরই ভয়ঙ্কর হয়ে যান রোহিত শর্মা। সে IPL হোক বা ভারতীয় দল।

২০১৪ সালের শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচের আগে তিনমাস আঙুলের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন রোহিত। শ্রীলঙ্কা সিরিজে তিনি খেলবেন কি না তা নিয়েও সংশয় ছিল। তাঁর জায়গায় অজিঙ্কা রাহানে বা রবিন উথাপ্পাকে খেলানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে রোহিতকে সুযোগ দেওয়া হয়। তাঁকে সুযোগ দেওয়া যে ভুল হয়নি তা তিনি প্রমাণ করেন। ওপেনিংয়ে নেমে প্রথমে শুরুটা ধীরে করলেও পরে দাপট দেখাতে শুরু করেন। ৪ রানের মাথায় থিসারা পেরেরা রোহিতের ক্যাচ ফেলে দেন। প্রথম ১৩ ওভারের মাথায় আউট হয়ে যান অজিঙ্কা রাহানে ও অম্বাতি রায়ডু। এরপর দলের হাল ধরেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই জুটি করে ২০১ রান। ১০০ বলে শতরান করেন রোহিত। এরপর ১৫০ রান করেন ১২৫ বলে। ১৫১ বলে করেন ২০০ আর ১৬৬ বলে করেন ২৫০ রান। ১৭৩ বলে ২৬৪ রানে শেষ হয় রোহিতের ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৩৩টি বাউন্ডারি ও ৯টা ছক্কা।

বিরাট আউট হওয়ার পরে উথাপ্পার সঙ্গে ১২৮ রানের পার্টনারশিপ করেন রোহিত। ম্যাচের একদম শেষ ওভারে আউট হন রোহিত। ৫০ ওভারে্ ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ৪০৪ রান। ম্যাচ জয়লাভ করে ১৫৩ রানে।

রোহিতের এই ইতিহাস গড়ার দিনকে স্মরণীয় করিয়ে টুইট করে BCCI। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সও রোহিতের এই কৃতিত্বকে কুর্ণিশ জানায়।

রোহিতের আগে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের। তিনি করেছিলেন ২৩৭ রান। তাঁকেও টপকে যান রোহিত। এরপর ২০১৯ সালে ফের নিউজিল্যান্ডের বিরুদ্ধেই দ্বিশতরান করেন রোহিত।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল