অ্যাপশহর

ODI ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫-এ উঠে এলেন রোহিত

শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে দ্বিতীয় একদিনের ম্য়াচে অপরাজিত ২০৮ রানের সৌজন্যে ICC-র ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে সাত থেকে পাঁচে উঠে এলেন রোহিত শর্মা।

EiSamay.Com 18 Dec 2017, 10:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে দ্বিতীয় একদিনের ম্য়াচে অপরাজিত ২০৮ রানের সৌজন্যে ICC-র ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে সাত থেকে পাঁচে উঠে এলেন রোহিত শর্মা। একই সঙ্গে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরিও পূর্ণ করেন। আইসিসির সদ্য় র‌্য়াঙ্কিং রিপোর্ট অনুযায়ী, এই প্রথমবার রোহিত শর্মা ৮০০ পয়েন্টের মার্ক ছাড়িয়ে গিয়েছেন। তাঁর পয়েন্ট এখন ৮২৫।
EiSamay.Com rohit sharma moves up to no 5 in icc rankings for odi batsmen
ODI ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫-এ উঠে এলেন রোহিত


শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিতওভারের ম্যাচে বিরাট কোহলি বিশ্রাম নেওয়ায় ভারতকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। ধর্মশালায়, প্রথম ম্য়াচে ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ফিরে এসে ডাবল সেঞ্চুরি করেন। ভাইজ্যাগে ফাইনাল ম্যাচে রোহিত ৭ রানে আউট হয়ে গেলেও, ভারতের সিরিজ জিততে সমস্যা হয়নি।

২০১৪-র ১৩ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই ব্যক্তিগত সর্বোচ্চ রান (২৬৪) করে নজির গড়েছিলেন রোহিত শর্মা। তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরি আসে গত বছর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে 'ম্যান অফ দ্য় সিরিজ' শিখর ধাওয়ান একটি সেঞ্চুরি-সহ চলতি সিরিজে মোট ১৬৮ রান করে র‌্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল