অ্যাপশহর

এলিট ক্লাবে নাম লেখালেন রোহিত শর্মা, গড়লেন নয়া রেকর্ড!

আন্তর্জাতিক এই তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং লেজেন্ড সনথ জয়সূর্যের। তাঁর দখলে ওপেনার হিসেবে রান রয়েছে ১৯,২৯৮। দ্বিতীয় স্থানে নাম রয়েছে ক্রিস গেইলের। ওপেনার হিসেবে তিনি করেছেন ১৮,৮৩৪ রান।

EiSamay.Com 30 Jan 2020, 11:17 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার সুপার ওভারে নিউ জিল্যান্ডকে হারানোর প্রধান কারিগর নিঃসন্দেহে রোহিত শর্মা। তাঁর পর পর দুটি ছয় বদলে দেয় গোটা ছবিটা। যদিও সুপার ওভারে করা রান কোনও ব্যাটসম্যানের কেরিয়ার গ্রাফে যোগ হয় না, তবুও এদিন এক অন্য ইতিহাস গড়লেন হিটম্যান রোহিত। ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট, একদিন এবং টি২০ মিলিয়ে) করে ফেললেন ১০ হাজার রান।
EiSamay.Com Rohit Sharma joins elite list of sanat jaysurya, chris gayle after completing 10000 international runs as opener
রোহিত শর্মা (ফাইল ছবি)


এই রেকর্ড ছুঁয়ে ফেলার পর রোহিত হয়ে গেলেন চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান যাঁর দখলে এমন সাফল্য। এই এলিট লিস্টে এখনও পর্যন্ত নাম ছিল তিন ভারতীয়র--- বীরেন্দ্র সহবাগ (১৬,১১৯ রান), সচিন তেন্ডুলকর (১৫,৩৩৫ রান) এবং সুনীল গাভাস্কর (১২,২৫৮ রান)।

আন্তর্জাতিক এই তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং লেজেন্ড সনথ জয়সূর্যের। তাঁর দখলে ওপেনার হিসেবে রান রয়েছে ১৯,২৯৮। দ্বিতীয় স্থানে নাম রয়েছে ক্রিস গেইলের। ওপেনার হিসেবে তিনি করেছেন ১৮,৮৩৪ রান।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল