অ্যাপশহর

Ishan Kishan : প্রথম একাদশে ঈশান কিষান, চাপে পড়ে পিছু হঠলেন রোহিত?

শ্রীলঙ্কা সিরিজে ঈশান কিষানকে সুযোগ না দেওয়ায় নিন্দার মুখে পড়েছিলেন রোহিত শর্মা। অবশেষে নিউ জিল্য়ান্ড সিরিজে ঈশানকে সুযোগ দেওয়ার কথা জানালেন তিনি।

Produced byনবীন পাল | EiSamay.Com 19 Jan 2023, 9:00 pm
বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে সুযোগ পাননি ভারতের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষান। যা নিয়ে চূড়ান্ত নিন্দা হয়েছিল ক্রিকেট মহলে। রোহিত শর্মাকে নিন্দার মুখে পড়তে হয়েছিল। অবশেষে চাপের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হলেন রোহিত শর্মা। নিউ জিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ থেকে সুযোগ পেতে চলেছেন তিনি। সিরিজের আগে সাংবাদিক বৈঠকে এসে এমনটাই জানিয়ে দিলেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছে ভারত। ইতিহাস তৈরি করে শেষ করেছে সিরিজ। ফলে নিউ জিল্যান্ড সিরিজ ভারতের কাছে বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হতে চলেছে।
EiSamay.Com Rohit Sharma Ishan Kishan
ঈশান কিষান-রোহিত শর্মা (সৌজন্যে IANS)

Shreyas Iyer : পিঠে চোট, শেষ মুহূর্তে কিউয়ি সিরিজ থেকে বাদ শ্রেয়স আইয়ার
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে রোহিত শর্মা জানিয়েছিলেন শুভমান গিলকে বেশি করে সুযোগ দিতে হবে, তাই ঈশান কিষানকে বসানো হবে। শুভমন গিল সিরিজে ভালো খেলেছেন। একটা হাফ সেঞ্চুরি আর একটা সেঞ্চুরি করেছেন। শুভমান গিল সফল হলেও বাংলাদেশ সিরিজে সফল হওয়া ঈশানকে সুযোগ দেওয়ার দরকার ছিল বলে মনে করেন। অনেকে কেএল রাহুলের বদলে ঈশান কিষানকে সুযোগ দেওয়ার দাবি তোলেন। এবার সেটাই হতে চলেছে।
Prithvi Shaw : রনজিতে ইতিহাস লেখার পুরস্কার? ৫৩৭ দিন পর জাতীয় দলে পৃথ্বী
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলবেন না কেএল রাহুল। ফলে সুযোগ পাচ্ছেন ঈশান কিষান। সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মা বলেন, ‘ঈশান কিষান মিডল অর্ডারে ব্যাটিং করবে। আমি আশা করছি বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলার পর ও এবারেও ভালো খেলতে পারবে।’

ওডিআইতে দ্বিশতরান করার তালিকায় ঈশান কিষান হলেন চতুর্থ প্লেয়ার। তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের জায়গায় খেলতে নেমে তিনি ১৩১ বলে ২১০ রান করেন।
KL Rahul : হাফসেঞ্চুরি করেই ক্লান্ত! নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রামে কেএল রাহুল
ভারত ওডিআইতে ভালো ছন্দে রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলরা রান পেয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওডিআই সিরিজে দাপট দেখিয়েছেন মহম্ম সিরাজ। সেটাই এই ম্যাচে কাজে লাগতে পারে বলে আশা করা হচ্ছে ভারতীয় শিবিরের পক্ষ থেকে। ঈশান কিষান প্রথম একাদশে সুযোগ পেলে মিডল অর্ডার যে আরও শক্তিশালী হবে তা বলাই যায়। কারণ সিরিজ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। সিরিজের আগের দিন তিনি পিঠে চোট পেয়ে ছিটকে গিয়েছেন।
Rohit Sharma : 'আর নয়...!' আন্তর্জাতিক T20 থেকে অবসর? মুখ খুললেন রোহিত শর্মা
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা ভারতের কাছে চ্যালেঞ্জের বলে মনে করেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘সিরিজটা আমাদের কাছে সহজ। আমাদের দল হিসেবে উন্নতি করতে হবে। একাধিক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের দল হিসেবে অনেক পরিবর্তন করতে হবে। নিউ জিল্যান্ড ভালো দল, ওরা পাকিস্তানকে হারিয়ে খেলতে এসেছে।’
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল