অ্যাপশহর

Richa Ghosh on WPL : অনভিজ্ঞতাই কাল, WPL-এ ব্যর্থতা নিয়ে জবাব রিচার

লম্বা সফর শেষ করে বাড়িতে ফিরলেন রিচা ঘোষ। শিলিগুড়িতে নেমে সাংবাদিকদের মুখোমুখি হলেন।

Produced byনবীন পাল | EiSamay.Com 22 Mar 2023, 5:53 pm

হাইলাইটস

  • লম্বা সফর শেষ করে বাড়িতে ফিরলেন রিচা ঘোষ।
  • শিলিগুড়িতে নেমে সাংবাদিকদের মুখোমুখি হলেন।
  • একাধিক বিষয় নিয়ে প্রশ্নের জবাব দিলেন রিচা।
প্রথম মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ, তারপর সিনিয়র দলের টি-২০ বিশ্বকাপ আর এবার ওমেন্স প্রিমিয়ার লিগ। লম্বা সফর শেষ করে অবশেষে ঘরে ফিরলেন উইকেটকিপার ব্য়াটার রিচা ঘোষ। ভারতীয় দলের মহেন্দ্র সিং ধোনি হিসেবে পরিচিত রিচার এই সফরটা ছিল অম্ল মধুর। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে যেমন সাফল্য পেয়েছে, তেমনই সিনিয়র দলের বিশ্বকাপ ও WPL এ হেরে বিদায় নিতে হয়েছে। সব মিলিয়ে অবশেষে বাড়ি ফিরলেন রিচা। আর ফিরতেই রাজকীয় সংবর্ধনায় তাঁকে নিয়ে যাওয়া হল বাড়িতে।
এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছয় রিচা। তাঁকে নিতে হাজির ছিলেন বাবা ও পরিবারের বাকি সদস্যরা। হুডখোলা জিপে করে রিচাকে প্রথমে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি প্রেস ক্লাবে, সেখানে সাংবাদিক বৈঠক করে রিচা। বিমানবন্দরে রিচাকে দেখতে উপচে পড়েছিল ভিড়।
Virat Kohli RCB : বিরাটের পেপ টকেই এসেছে জয়, RCB নিয়ে ফের ট্রোলড সানিয়া মির্জা
সাংবাদিক বৈঠকে রিচার সামনে উঠে আসে একাধিক প্রশ্ন। বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে WPL-এ ব্যর্থতা সবকিছুর জবাব দেন তিনি। বাবাকে পাশে বসিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে পিছপা হয়নি রিচা।

বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ
WPL-এ রিচা এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছে। এবার সবথেকে ব্যর্থ দল হয়েছে RCB। পরপর পাঁচটা ম্যাচে তাদের হারতে হয়েছে। এই হারের ধারা কাটাতে দলের সঙ্গে দেখা করেন বিরাট কোহলি। তারপরই পরপর দুটো ম্যাচ জেতে RCB। এই সাক্ষাৎ প্রসঙ্গে রিচা বলেন, “বিরাট কোহলিকে পাওয়া অনেক বড় ব্যাপার। আমরা জানতাম না। সারপ্রাইজ ছিল। বিরাটের কথাই আমাদের কাজে দিয়েছিল পরের ম্যাচে।”
Simran Shaikh : স্লামডগ ক্রিকেটার! ধারাভি থেকে WPL-এ সিমরন
WPL-এ RCB-র ব্যর্থতা
এবার তারকাখচিত দল তৈরি করেও খালি হাতে ফিরতে হয়েছে RCB-কে। অধিনায়ক স্মৃতি মন্ধানা হাফ সেঞ্চুরি পাননি একটা ম্যাচেও। দলের ব্যর্থতা নিয়ে রিচা বলেন, “এটা প্রথমবার তাই সবার উপর চাপ ছিল। ঘরোয়া প্লেয়াররা বিদেশীদের সঙ্গে খেলেনি, ওদের কাছে বিষয়টা অনেক কঠিন। এটা প্রথমবার, এখান থেকে অনেক কিছু শিখেছি। ধীরে ধীরে ভালো পারফর্ম করব। পরেরবার আরও ভালো খেলব।”
Virat Kohli : মারণ রোগ থেকে বাঁচতেই নিরামিষ? ডায়েটের সিক্রেট শেয়ার কোহলির
ভারতের মহিলা ক্রিকেটকে পরিবর্তন করতে শুরু হয়েছে WPL। অন্যদিকে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দল বিশ্বকাপ জেতে। যেখানে বাংলা থেকে একাধিক সদস্য ছিল। ধীরে ধীরে মহিলা ক্রিকেট নিয়ে ছবিটা পরিবর্তন হচ্ছে। রিচা বলেন, “আমরা যেটা শিখেছি সেটা পরের প্রজন্মকে শেখাতে চাই। ঝুলন দিরা যেটা করেছে সেটার জন্য আমরা এখন আরও ভালো জিনিস পাই। কোচিংয়ের জন্য প্রথম দিকে মেয়েদের ঢুকতে দিত না। এখন ঢুকতে দিচ্ছে। ওরা দেখতে পাচ্ছে সাফল্য। তবে এখানে কাজ করতে হবে ক্রিকেটের জন্য। সবাই মিলে এগিয়ে এলে তবেই এগোবে।”

শিলিগুড়ি থেকে উঠে আসা রিচার রাজ্যে থাকলে বেশিরভাগ সময়টাই কাটে কলকাতায়। কারণ অবশ্যই মাঠ। নিজের শহর শিলিগুড়ি হলেও সেখানে ভালো ক্রিকেট মাঠে অভাবটা উঠে আসে রিচার কথায়। ক্রিকেট মাঠের জন্য অনেকে ক্রিকেটে এগিয়ে যেতে পারছে না।

আপাতত বিশ্রাম। এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে। অনেকদিন পর বাড়িতে। ফলে এই সময়টা পুরো পরিবারের সঙ্গে কাটাতে চায় রিচা ঘোষ। মাছ, মাংস, বিরিয়ানি ভোজ নয়। রিচার জন্য মেনু ভাত, ডাল, আলু ভাজা।
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর