অ্যাপশহর

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হল আরসিবি, কেকেআরের শিবির

করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে পুরো আইপিএলের আশা এখনও ছাড়েননি ফ্র্যাঞ্চাইজি মালিকরা। কিন্তু তার জন্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জীবনের ঝুঁকি নিতে রাজি নয় টিমগুলো। তাই আপাতত ট্রেনিং ক্যাম্প বাতিলের হিড়িক পড়েছে।

EiSamay.Com 17 Mar 2020, 2:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কোনও বার খেতাব না জেতার জন্য আইপিএল নিয়ে খিদেটা বরাবরই বেশি বিরাট কোহলির। কিন্তু এ বার তাঁর টিমের প্রস্তুতিতে বাধ সাধছে করোনাভাইরাস। শনিবার থেকে প্র্যাক্টিস শুরু হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। করোনার প্রভাবে তা বন্ধ করে দেওয়া দিল আরসিবি কর্তৃপক্ষই।
EiSamay.Com Rcb and kkr training camps closed for indefinite period in the wake of coronavirus outbreak
কেকেআর ক্যাম্প


শুধু আরসিবি নয়, করোনা আতঙ্কে কোনও আইপিএল টিমই প্র্যাক্টিস করতে পারছে না। ইডেনে কেকেআরের প্র্যাক্টিস শুরু করার মতো পরিস্থিতিই হয়নি। প্রি-টুর্নামেন্ট শিবির কবে শুরু হবে এখনও ঠিক করে করে উঠতে পারেনি কেকেআর। প্র্যাক্টিস বাতিল হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। ফলে প্র্যাক্টিসের মাঝেই চেন্নাই ছাড়তে হয়েছে ধোনিকে। মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পাঞ্জাব-সহ সব টিমই শিবির বাতিল করে দিয়েছে।

নিজেদের টুইটার হ্যান্ডেলে আরসিবি লিখেছে, ‘২১ মার্চ থেকে আরসিবির ট্রেনিং ক্যাম্প হওয়ার কথা ছিল। কিন্তু খেলার সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে সেই ট্রেনিং সেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি, স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইনের দিকে লক্ষ্য রাখুন এবং সুস্থ থাকুন।’

এমনিতে করোনাভাইরাস নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছেন বিরাট কোহলি স্বয়ং। বাংলা থেকে আরসিবিতে এ বার সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ। স্বভাবতই বিরাটদের সংসারে যোগ দেওয়ার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে তাঁকে। আসলে করোনা নিয়ে পরিস্থিতি এতটাই সঙ্কটজনক, সেখানে ট্রেনিং করিয়ে ক্রিকেটারদের আরও সমস্যার মুখে ঠেলে দিতে রাজি নয় কর্তৃপক্ষ।

আরসিবির কোচ মাইক হেসন যেমন বলেছেন, ‘ক্যাম্প বাতিল করাটা সত্যিই দুর্ভাগ্যজনক। তবে ক্রিকেটার, ফ্যান, কোচিং স্টাফদের নিরাপত্তার থেকে বড় কিছুই হতে পারে না। তবে আমরা ব্যক্তিগত ভাবে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছি। ওদের বলে দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই সবাইকে ক্যাম্পে ডাকা হবে।’

করোনা আতঙ্কে ২৯ মার্চে শুরু হচ্ছে না আইপিএল। ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল বন্ধ। তারপর কবে শুরু হবে, বা হলেও কী ভাবে হবে, তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা দিতে পারছেন না কেউই। ক্রিকেটাররা আপাতত পরিস্থিতির উপর নজর রাখছেন। প্রথম বার আইপিএলে সুযোগ পাওয়া পাঞ্জাবের ঈশান পোড়েল জানেন না কবে টিমের সঙ্গে যোগ দিতে পারবেন। রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল ঋদ্ধিমান সাহাদের হায়দরাবাদের প্র্যাক্টিস। কিন্তু সে-ও এখন বন্ধ। আসলে দেশীয় ক্রিকেটারদের থেকেও বিদেশি ক্রিকেটারদের নিয়ে অনিশ্চয়তা বেশি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল