অ্যাপশহর

IND vs AUS: চোট পাওয়া ঋষভকে নিয়ে আশা শিবিরে

ব্যাটিং করার সময় প্যাট কামিন্সের বল কনুইয়ে লাগে ঋষভ পন্থের। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিপিং করতে পারেননি। পরিবর্ত হিসেবে উইকেটকিপিং করেন ঋদ্ধিমান সাহা। প্রাক্তন অজি তারকা অ্যালান বর্ডার তো সরাসরি বলে দিচ্ছেন, 'শট খেলতে ভয় পাচ্ছিল পূজারা।

Ei Samay 10 Jan 2021, 3:22 pm
এই সময়: সিডনিতে দুঃসময় চলছে ভারতীয় ক্রিকেট টিমের। অজিদের সঙ্গে পিছিয়ে পড়ার পাশাপাশি চোট পেয়ে বাকি সিরিজের বাইরে চলে গেলেন রবীন্দ্র জাডেজা। চোট পেলেন ঋষভ পন্থও।
EiSamay.Com Capture


বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙেছে জাডেজার। যা অবস্থা, ব্যাট ধরার জন্য গ্লাভসই পরতে পারবেন না। অস্ত্রোপচার হতে পারে। আপাতত যা খবর, দুই থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। যার অর্থ, ফেব্রুয়ারিতে ভারতে শুরু ইংল্যান্ড সিরিজেও অনিশ্চিত হয়ে পড়লেন জাডেজা। মিচেল স্টার্কের বলে হাতে চোট পান তিনি।

ব্যাটিং করার সময় প্যাট কামিন্সের বল কনুইয়ে লাগে ঋষভ পন্থের। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিপিং করতে পারেননি। পরিবর্ত হিসেবে উইকেটকিপিং করেন ঋদ্ধিমান সাহা। একটি ক্যাচও ধরেন। তবে ঋষভ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন বলে আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, লোকেশ রাহুলদের চোট নিয়ে চলতি সিরিজে বারবার জেরবার হতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

এ দিকে সিডনিতে চেতেশ্বর পূজারার মন্থর ব্যাটিংয়ে চরম সমালোচনা। অ্যালান বর্ডার থেকে রিকি পন্টিং, প্রত্যেকেই পূজারার নেতিবাচক মানসিকতার সমালোচনা করেছেন। প্রাক্তন অজি তারকা অ্যালান বর্ডার তো সরাসরি বলে দিচ্ছেন, 'শট খেলতে ভয় পাচ্ছিল পূজারা। ও নিজের ব্যাটিংয়ে উন্নতির চেষ্টা করছিল, টিমের হয়ে রান করার চেয়ে।'

প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং সরাসরি টুইটে লেখেন, 'আমি মনে করি না, এটা সঠিক অ্যাপ্রোচ ছিল। ওর আরও বেশি প্রোঅ্যাকটিভ হওয়া উচিত ছিল। নিজের স্কোরিং রেটের প্রতি পূজারার নজর দেওয়া উচিত ছিল। এটা না হওয়ায় উল্টোদিকের ব্যাটসম্যানের উপর চাপ বাড়ছিল।' পূজারা নিজে কী বলছেন? ম্যাচের পর তিনি বলেন, 'প্যাট কামিন্সের যে বলে আমি আউট হয়েছি, সেটা সিরিজের সেরা বল ছিল। কামিন্স আরও কিছু ডেলিভারি আজ করেছে, যে সব কার্যত খেলাই যায় না। এটা মেনে নিতেই হবে।'

এই সিরিজে চারবার কামিন্সের বলেই আউট হয়েছেন পূজারা। তাঁর কথায়, 'প্রতিবারই ভালো বলে আউট হয়েছি। তা ছাড়া, আমি পুরোপুরি ফিটও নই। প্রচণ্ড গুরুত্বপূর্ণ ম্যাচ বলেই এটা মিস করতে চাইনি। আমি নিজের ব্যাটিংয়ের উপর ফোকাস করেছিলাম।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল