অ্যাপশহর

সৌরভের পর এবার ধোনি! প্রাক্তন ভারত অধিনায়ক নিয়ে মুখ খুললেন শাস্ত্রী'জি

ধোনি যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তখন রবি শাস্ত্রী ভারতীয় দলের টিম ডিরেক্টর ছিলেন। ঘটনার কথা মনে করে তিনি জানান, রবিবার সেই ঘটনার সময় দলের কেউ জানত না ধোনি অবসর নিতে চলেছেন।

EiSamay.Com 27 Dec 2021, 4:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পরে অবসরের ঘোষণা করেছিলেন তিনি। যা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারত কোচ রবি শাস্ত্রী।
EiSamay.Com Dhoni and Shastri main
মহেন্দ্র সিং ধোনি এবং রবি শাস্ত্রী, নিজস্ব ছবি


ধোনি যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তখন রবি শাস্ত্রী ভারতীয় দলের টিম ডিরেক্টর ছিলেন। ঘটনার কথা মনে করে তিনি জানান, রবিবার সেই ঘটনার সময় দলের কেউ জানত না ধোনি অবসর নিতে চলেছেন। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। ম্যাচের পরে ধোনির হালকা মানসিকতায় ছিলেন। ধোনির টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত তখনই নিয়েছিলেন যখন ও দেখে বিরাট কোহলি অধিনায়কত্বের জন্য় প্রস্তুত ছিল।

তিনি বলেন, ‘ধোনির জানত আগামীর নেতা কে ছিল। ও শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। কারণ ও জানে ওর শরীর কতটা ধকল নিতে পারবে। ও নিজের সাদা বলের ক্যারিয়ারকে টানতে চেয়েছিল। ওর শরীর যখন বলল যথেষ্ট হয়েছে। ও তখন আর কিছু ভাবেনি। সোজা অবসর।’

চমকে গিয়েছিলেন শাস্ত্রী'জি!

শাস্ত্রী বলেন, ‘মেলবোর্নে ধোনি যখন জানায় ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছে তখন সবাই চমকে গিয়েছিল। ও সাধারণভাবে আমার কাছে হেঁটে আসে আর বলে, রবি ভাই আমি ছেলেদের সঙ্গে কথা বলতে চাই। আমি বলি নিশ্চই। আমি ভেবেছিলাম ও বলবে ড্র করেছি, আরও ভালো খেলতে পারতাম।’

এরপর শাস্ত্রী জানান, ছেলেদের সঙ্গে কথা বলে ধোনি বেরিয়ে এসে জানান, ‘আমার টেস্ট ক্রিকেট খেলা হয়ে গেছে।’ সেই সময় ড্রেসিং রুমের বাকিরা চমকে গিয়েছিল। কিন্তু এটাই ধোনির স্টাইল।

২০১৯ সালে সেই একইরকমভাবে সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আজ থেকে আমি প্রাক্তন ক্রিকেটার।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও IPL খেলছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের অন্যতম অস্ত্র তিনি। সম্প্রতি তাঁকে ধরে রেখেছে দল। তিনি দলের দ্বিতীয় সর্বাধিক বেতন প্রাপ্ত। তাঁর থেকে বেশি বেতন পাবেন রবীন্দ্র জাদেজা। এরথেকে বোঝা যাচ্ছে ধোনি IPL-এও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। সম্প্রতি তিনি জানান, IPL-এ CSK-র জন্য তিনি এমন কিছু প্লেয়ারকে সই করাতে চান যারা আরও ১০ বছর দলকে পরিষেবা দিতে পারে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল