অ্যাপশহর

কেরলকে হারিয়ে রঞ্জি যাত্রা শুরু বাংলার

কেরালাকে তিন দিনে উড়িয়ে অভিযান শুরু বাংলার কেরালা ২৩৯ ও ১১৫ বাংলা ৩০৭ ও ৫০-২ (বাংলা জয়ী ৮ উইকেটে) এই সময়: গড়েছিলেন অভিষেক রামন। ভাঙলেন বোলাররা। ...

EiSamay.Com 20 Dec 2019, 9:00 am

কেরালাকে তিন দিনে উড়িয়ে অভিযান শুরু বাংলার

কেরালা ২৩৯ ও ১১৫

বাংলা ৩০৭ ও ৫০-২

(বাংলা জয়ী ৮ উইকেটে)

এই সময়: গড়েছিলেন অভিষেক রামন। ভাঙলেন বোলাররা। শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, অশোক দিন্দাদের দাপটে এক দিন বাকি থাকতেই কেরালার বিরুদ্ধে জিতে গেল বাংলা। গত কয়েক মরসুমে যা দেখা যায়নি, এ বার তাই হল। দুরন্ত জয় দিয়ে রঞ্জি মরসুম শুরু করল অভিমন্যু ঈশ্বরনের টিম।

কেরালার থুম্বাতে আগের দিনের ২৩৬-৬ নিয়ে নামা বাংলা ৩০৭-এ শেষ করে প্রথম ইনিংস। শাহবাজ আহমেদ ৫০ করেন। অর্ণব ২৯ করে ফিরে যান। ৬৮ রানের লিড নিয়ে বল করতে নামা বাংলার হয়ে প্রাথমিক ধাক্কাটা দেন দিন্দাই। ঈশান পোড়েল, মুকেশ কুমার, অর্ণব ও শাহবাজরা জ্বলে ওঠেন একে একে। তাঁদের দাপটেই ১১৫ রানে শেষ হয়ে যায় কেরল।

৪৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামা বাংলা ১০.৫ ওভারে ৫০-২ তুলে জিতে যায়। আগের ইনিংসে সেঞ্চুরি করা অভিষেক (৪) দ্রুত ফিরে গেলেও ক্যাপ্টেন অভিমন্যু ১৫ নট আউট করে ম্যাচটা বের করেন। কৌশিক ঘোষ করেন ১৯।

দ্বিতীয় ইনিংসে কেরালাকে শুরুতে ধাক্কা দিলেন সেই দিন্দাই যাঁকে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়া হয়েছিল। ওপেনার পুনাম রাহুল (০) ও সঞ্জু স্যামসনকে (১৮) বোল্ড করেন দিন্দা। অন্য ওপেনার জলজ সাক্সেনাকে (১) ফেরান ঈশান পোড়েল। বাকি কাজটা সারেন শাহবাজ ও অর্ণব।

ম্যাচের পর বাংলার কোচ অরুণ লাল বলেছেন, 'আমরা ম্যাচটা জেতার জন্য মরিয়া ছিলাম। কেরালার মতো শক্তশালী টিমের বিরুদ্ধে তিন দিনে একটা জয় আমাদের দরকার ছিল। ভালো টিম হওয়া সত্ত্বেও আমরা ওয়ান ডে বা টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো কিছু করতে পারিনি। টিমের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই রকম জয় দরকার ছিল।'

একই সঙ্গে তিনি জুড়েছেন, 'যদি সাত ও আট নম্বরে ভালো মানের অলরাউন্ডার থাকে, টিমের গভীরতা বাড়ে। শাহবাজ আর অর্ণবের ইনিংস টিমকে লিড দিয়েছিল। ওরাই পরে চ্যাম্পিয়নের মতো বোলিং করেছে।'

সংক্ষিপ্ত স্কোর: বাংলা ২৩৯ (শাহবাজ ৫০, অর্ণব ২৯, মিধুন ৩-৫১)। কেরল ১১৫ (উত্থাপ্পা ৩৩, বিনোদ ৩৩, শাহবাজ ৩-১৫, অর্ণব ৩-২৮)।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল