অ্যাপশহর

Sourav Ganguly : ‌বায়োপিকে সৌরভের ভূমিকায় রণবীর!‌ কী বললেন মহারাজ?‌

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন তৈরি হয়েছে। শোনা যাচ্ছে সৌরভের ভূমিকায় রনবীর সিং অভিনয় করতে পারেন।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 28 Jan 2023, 6:35 pm
সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক আগেই তৈরি হয়েছে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন ফুটে উঠতে চলেছে বড় পর্দায়। ভারতের এই জনপ্রিয় প্রাক্তন অধিনায়ককে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। এই বায়োপিকের প্রযোজনা করছে লভ ফিল্মস। সম্প্রতি বায়োপিকের ব্যাপারে সবকিছু চূড়ান্ত করতে মুম্বই গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই এই বায়োপিকের ব্যাপারে প্রযোজনা সংস্থা এবং পরিচালকের সঙ্গে চূড়ান্ত আলোচনা সেরে নিয়েছেন সৌরভ। বড় বাজেটের এই বায়োপিকে কে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে ঠিক হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়র ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক? কী বললেন দাদা

Sourav Ganguly : সচিন-ধোনিদের পর এবার সৌরভের বায়োপিক, চিত্রনাট্যে চোখ বুলোতে মুম্বই পাড়ি মহারাজের
প্রায় দু’‌বছর ধরে এই বায়োপিক নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছিল। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর লভ ফিল্মস এবং সৌরভ গঙ্গোপাধ্যায়র পক্ষ থেকে যৌথভাবে বায়োপিক তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। এক বছর আগে থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়র কথা শুনে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়। এবং সেই চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ পর্যায়ে। সৌরভ গঙ্গোপাধ্যায় এবার নিজে সেই চিত্রনাট্য দেখে অনুমোদন দেবেন। যদি কোথাও সংশোধনের প্রয়োজন হয় তাহলে সংশোধন করবেন। এখনও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের কাছ থেকে চিত্রনাট্যের ব্যাপারে সবুজ সংকেত পাওয়া যায়নি। সৌরভের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে বায়োপিক নিয়ে একেবারেই তাড়াহুড়ো করছেন না সৌরভ। তিনি চাইছেন মসৃণ উপায়ে সবকিছু এগিয়ে নিয়ে যেতে। যাতে বায়োপিকের কোথাও কোনও রকম ত্রুটি না থাকে।
Sourav Ganguly : 'মন খারাপ...', সরস্বতী পুজোয় কন্যা সানাকে মিস করছেন সৌরভ
সৌরভের কাছ থেকে বায়োপিক নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তাঁর ভূমিকায় কোন অভিনেতা অভিনয় করবেন, এই ব্যাপারেও সৌরভের কাছে জানতে চাওয়া হয়েছিল। যদিও বিষয়টা এড়িয়ে যান সৌরভ। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‌এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করছি আলোচনার পর আমরা ইতিবাচক কিছু জানাতে পারব।’‌ তবে বায়োপিকের কাজ যে শুরু হয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন সৌরভ।

সৌরভের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, বায়োপিকের স্ক্রিপ্ট লেখার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। সৌরভের ছোটবেলা থেকে উত্থানের কাহিনী, জাতীয় দলের সুযোগ, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে লর্ডসের ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়, লর্ডসের ব্যলকনিতে জার্সি ওড়ানোর কাহিনী, নেতৃত্ব থেকে অপসারণ, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সমস্ত দিকই সৌরভের বায়োপিকে উঠে আসবেয। এছাড়া তাঁর পারিবারিক জীবনের বিভিন্ন দিকও বায়োটিকে ফুটে উঠবে বলে জানা গেছে।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর