অ্যাপশহর

​'দ্রাবিড়-জাহিরকে অপমান করা হচ্ছে,' বিস্ফোরক রামচন্দ্র গুহ

একাধিক টুইটে BCCI-কে এক হাত নিয়ে রামচন্দ্র গুহর কথায়, 'কুম্বলে, দ্রাবিড় ও জাহির বিশ্ব ক্রিকেটে সত্যিই মহান ব্যক্তিত্ব।

Ei Samay 16 Jul 2017, 6:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জাহির খান ও রাহুল দ্রাবিড়কে সর্বসমক্ষে অপমান করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলের কোচ নিয়োগ বিতর্কে BCCI-এর তীব্র সমালোচনা করে বললেন বোর্ডের প্রশাসক কমিটির প্রাক্তন সদস্য ও ক্রিকেট ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। টুইট করে তিনি বলেছেন, 'অনিল কুম্বলের সঙ্গে যে রকম লজ্জাজনক ব্যবহার করা হয়েছে, সেই একই রকম ভাবে ব্যবহার করা হচ্ছে জাহির খান ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে।'
EiSamay.Com rahul dravid zaheer khan are being humiliated says ramachandra guha
​'দ্রাবিড়-জাহিরকে অপমান করা হচ্ছে,' বিস্ফোরক রামচন্দ্র গুহ


একাধিক টুইটে BCCI-কে এক হাত নিয়ে রামচন্দ্র গুহর কথায়, 'কুম্বলে, দ্রাবিড় ও জাহির বিশ্ব ক্রিকেটে সত্যিই মহান ব্যক্তিত্ব। ময়দানে ওঁদের অবদান বিশাল। ওঁদের এই অপমান প্রাপ্য ছিল না।'

পছন্দের সহকারী বেছে দেওয়া হয়নি বলে বোর্ডের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের নতুন কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রীর এহেন দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটের অ্যাডভাইসরি কমিটির তিন সদস্য— সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ।

ব্যাটিং ও বোলিংয়ের দায়িত্বে আসা দুই সহকারী জাহির খান ও রাহুল দ্রাবিড়কে নিয়ে আপত্তি রয়েছে রবি শাস্ত্রীর। তিনি প্রকাশ্যে দ্রাবিড়, জাহিরের অন্তর্ভুক্তিকে স্বাগত জানালেও, বোর্ডের প্রশাসনিক মহলকে নিজের পছন্দের দুই সহকারীকে নিয়োগ করার কথা জানিয়েছেন। সঞ্জয় বাঙ্গার ও ভরত অরুণকে যথাক্রমে ব্যাটিং ও বোলিং কোচের দায়িত্বে আনার জন্য রীতিমতো তদ্বির শুরু করেছেন তিনি। এরপরই শনিবার হঠাত্‍‌ জাহির ও দ্রাবিড়ের নিয়োগ স্থগিত করে দেয় বোর্ড।

স্টোরিটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল