অ্যাপশহর

শূন্য হাতে ফেরা পূজারার পিঠ চাপড়ালেন দ্রাবিড়, প্রশংসা নেট দুনিয়ায়

পূজারা আউট হওয়ার পর দেখা গেল অন্য় ছবি। তিনি তখন ড্রেসিং রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে বুমরাহ ও প্রিয়ঙ্ক পাঞ্চালের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। রাহুল দ্রাবিড় সেই সময় ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন। পথে পূজারার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি পূজারার পিঠ চাপড়ে দেন।

Lipi 27 Dec 2021, 12:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অফ ফর্ম বজায় রয়েছে চেতেশ্বর পূজারা। অজিঙ্কা রাহানে কিছুটা ক্রিজে টিকে গেলেও গতকাল শূন্য রানে আউট হয়ে যান তিনি। ক্রিজ বোঝার আগেই ক্যাচ তুলে প্যাভিলিয়নে যান তিনি। ২০১৯ সালে তিনি টেস্টে শেষ শতরান করেছিলেন। এরপর অর্ধশতরান এলেও শতরান আসেনি তাঁর ব্যাটে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ ব্যাটারের থেকে যা প্রত্যাশিত নয়।
EiSamay.Com Dravid main
রাহুল দ্রাবিড় এবং চেতেশ্বর পূজারা, নিজস্ব ছবি


পূজারার এই হতশ্রী পারফরম্যান্সের পর তাঁকে নিন্দা ও কটাক্ষে ভরিয়ে দিয়েছেন সমর্থকরা। একদিনে যেখানে ইতিহাসে এখনও টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার মাটিতে জেতেনি ভারত। সেখানে পূজারার এই ইনিংসে হতাশ সমর্থকরা। লুঙ্গি এনগিডির ইনস্যুইং বুঝতে না পেরে ব্যাটের কানায় লাগিয়ে শর্ট লেগে কিগান পিটারসনকে ক্যাচ দেন তিনি।

পূজারা আউট হওয়ার পর দেখা গেল অন্য় ছবি। তিনি তখন ড্রেসিং রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে বুমরাহ ও প্রিয়ঙ্ক পাঞ্চালের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। রাহুল দ্রাবিড় সেই সময় ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন। পথে পূজারার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি পূজারার পিঠ চাপড়ে দেন। গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে পূজারার।

দ্রাবিড় হয় এটা বোঝাতে চাইলেন যে খারাপ সময়েও পাশে আছি। এই সময়ের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। দ্রাবিড়ের এই মানসিকতার প্রশংসা করেন নেটিজেনরা। প্লেয়ারের খারাপ সময়েও তিনি যে পাশে আছেন তা বুঝিয়ে দিয়েছেন। রবি শাস্ত্রীর সময়কার অনেক ঘটনা ধীরে ধীরে সামনে আসছে। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন জানান, কুলদীপ যখন অস্ট্রেলিয়ায় ৫ উইকেট নেন তখন তাঁকে নিয়েই মেতেছিলেন শাস্ত্রী। যা দেখে বেশ আঘাত পেয়েছিলেন অশ্বিন। কিছুটা কোণঠাসা হয়ে গেছিলেন তিনি। রাহুল দ্রাবিড় যে এসব ক্ষেত্রে বাকিদের থেকে আলাদা তার প্রমাণ মিলল।

দক্ষিণ আফ্রিকা সিরিজ জিততে কড়া অনুশীলন করেছে ভারতীয় দল। দ্রাবিড় সহ কোচিং স্টাফদের কড়া নজরে অনুশীলন করেছেন তাঁরা। একাধিক ছবিতে তা দেখা গেছে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতীয় ড্রেসিং রুমে যে গুমোট পরিবেশটা ছিল তা অনেকটাই কেটে গেছে বলে মনে করা হচ্ছে। গতকাল দুর্দান্ত পারফর্ম করেন কেএল রাহুল ও ময়ঙ্ক আগরওয়াল। ৬০ রান করে ময়ঙ্ক প্যাভিলিয়নে ফেরেন। রাহানে ক্রিজে ভালো ভাবে টিকে গেছেন। তিনি এভাবেই খেলে গেলে শতরান করতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল