অ্যাপশহর

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্রুত দল ঘোষণা করুক BCCI, নির্দেশ কমিটির

মেয়াদ শেষের পরও দল না ঘোষণার জন্য BCCI কর্তাদের একহাত নিয়েছে কমিটি।

EiSamay.Com 4 May 2017, 8:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২৫ এপ্রিল ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার শেষ দিন। সব দেশ দল ঘোষণা করলেও, ভারতের তরফে দল ঘোষণা করা হয়নি। প্রকাশ্যে BCCI কর্তারা এ নিয়ে মুখ না খুললেও, ICC-এর সঙ্গে চলতি বিরোধই এর কারণ, তা বুঝতে বাকি ছিল না ওয়াকিবহল মহলের। এবার সেই সিদ্ধান্তেই হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট নির্বাচিত প্রশাসনিক কমিটি (COA)।
EiSamay.Com pick team for champions trophy at the earliest coa to bcci
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্রুত দল ঘোষণা করুক BCCI, নির্দেশ কমিটির


আজ কমিটির তরফে BCCI-কে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে স্পষ্ট নির্দেশ, যে জলদি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করতে হবে। ১ জুন থেকে টুর্নামেন্ট শুরু। তার আগে যত দ্রুত সম্ভব, দল ঘোষণার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত COA।

এমনকী, মেয়াদ শেষের পরও দল না ঘোষণার জন্য BCCI কর্তাদের একহাত নিয়েছে কমিটি। চিঠিতে বলা হয়েছে, ভারত যখন র্যা ঙ্কিংয়ে শীর্ষে সে সময় এমন সিদ্ধান্ত নেওয়ার যুক্তি কী?

বোর্ড কর্তাদের তরফে এখনও কোনও বিবৃতি না মিললেও, শীঘ্রই দল নির্বাচনের মিটিং ডাকা হবে বলে জানা গেছে। এর আগে লভ্যাংসের হিসেব নিয়ে ICC-র সঙ্গে সমস্যা তৈরি হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের। এতদিন প্রাপ্ত লভ্যাংসের পরিবর্তে অন্য অঙ্ক প্রস্তাব করে ICC। যা সমর্থন করে অন্য বোর্ডগুলিও। এতেই সমস্যা তৈরি হয়। দাবি না মানা হলে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি দিয়েছিল BCCI। কিন্তু, শীর্ষ আদালতের কমিটির হস্তক্ষেপে সেই পরিকল্পনা আপাতত স্থগিত করতে হবে বোর্ড কর্তাদের।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল