অ্যাপশহর

পাকিস্তানের বিরুদ্ধে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

সম্প্রতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ক্যাচ মিস করার পর যে হাসান আলিকে ভিলেনের কাঠগড়ায় তোলা হয়েছিল, আজ তাঁর হাতেই ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।

EiSamay.Com 19 Nov 2021, 6:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ বনাম পাকিস্তান টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আশানুরূপ ফলাফলের সাক্ষী হল গোটা ক্রিকেট বিশ্ব। প্রথম ম্যাচে ৪ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয়লাভ করল বাবর আজমের দল। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। তবে বাংলাদেশ যে শুরু থেকেই একেবারে হাল ছেড়ে দিয়েছিল, তেমনটা কিন্তু একেবারেই নয়। একথা বলা যেতেই পারে যে ১৬ ওভার পর্যন্ত এই ম্যাচের রাশ বাংলাদেশের হাতেই ছিল। কিন্তু, শাদাব খান এবং মহম্মদ নওয়াজ কার্যত বাংলাদেশের মুখের গ্রাস কেড়ে নিলেন এবং সিরিজের প্রথম ম্যাচটাই জিতে নিল পাকিস্তান। তবে আজকের ম্যাচে বাংলাদেশের বোলারদের একেবারেই দোষ দেওয়া যায় না। তবে ১২৭ রান তোলার দায় টাইগার বাহিনীর ব্যাটারদের অবশ্যই গ্রহণ করতে হবে।
EiSamay.Com FEizw0xWUAE3RN_
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হেরে গেল বাংলাদেশ, ছবি সৌজন্য - টুইটার


ম্যাচের শেষে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মেহমুদউল্লাহ রিয়াধ বললেন, 'আমরা ভেবেছিলাম, প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলে আমাদের হয়ত সুবিধাই হবে। কারণ উইকেট দেখে মনে হয়েছিল এটা ব্যাট করার পক্ষে খুবই ভালো হবে। সহায়ক হবে বোলারদেরও। আশা করছি, পরের ম্যাচে আমরা আরও ভালো ফর্মে ফিরতে পারব। ভেবেছিলাম, ১৪০ রান হয়ত আমরা তুলতে পারব। কিন্তু ১২৭ রান করার পর আশা করেছিলাম, শুরুর দিকে কয়েকটা উইকেট তুলতে পারলে আমরা এই ম্যাচে আবারও ফেরত আসতে পারব। আমাদের বোলাররা অনেকাংশে সেই কাজটা করেওছিল। তাসকিন, ফিজ, মেহদি আমাদের দলকে জয়ের কাছাকাছি নিয়ে এসেছিল। কিন্তু, পাকিস্তানের শেষ দুই ব্যাটসম্যানকে কৃতিত্ব দিতেই হবে।'

বাংলাদেশের দুই ওপেনারই মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অধিনায়ক মেহমেদুল্লাহও ৬ রানের বেশি করতে পারেননি। তবে আফিফ হোসেন (৩৬), নুরুল হাসান (২৮) এবং মেহদি হাসানের (অপরাজিত ৩০) ব্যাটিং বাংলাদেশকে কিছুটা হলেও সম্মানজনক জায়গায় তুলে নিয়ে যায়। পাকিস্তান বোলারদের মধ্যে তিন উইকেট শিকার করেন হাসান আলি। সম্প্রতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ক্যাচ মিস করার পর যে হাসান আলিকে ভিলেনের কাঠগড়ায় তোলা হয়েছিল, আজ তাঁর হাতেই ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।

এরপর শুরু হয় পাকিস্তানের ব্যাটিং। পাক ব্যাটসম্যানদের শুরুয়াতও খুব একটা ভালো হয়নি। অধিনায়ক বাবর আজম ৭ রান করে ফিরে যান। ফখর জামান এবং খুশদিল শাহ দুজনেই ৩৪ রান করেন। অবশেষে শাদাব খান (২১) এবং মহম্মদ নওয়াজ (১৮) বাংলাদেশের হাত থেকে ম্যাচের রাশ কেড়ে নেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল