অ্যাপশহর

ফের ব্যাকফুটে পাকিস্তান! ICC-র রক্তচক্ষুতে রাওয়ালপিণ্ডির উইকেট

প্রায় ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া (Pakistan vs Australia Rawalpindi Test match) ক্রিকেট দল। আশা করা হয়েছিল, লড়াই হবে একেবারে সেয়ানে-সেয়ানে। কিন্তু, সেই আশার ছিটেফোঁটাও বাস্তবে দেখতে পাওয়া গেল না। সৌজন্যে রাওয়ালপিণ্ডির উইকেট। এত ফ্ল্যাট উইকেটে না ছিল কোনও বাউন্স, না কোনও ঘূর্ণি। মাত্র ১৪ উইকেটের পতন দেখেছে এই গোটা টেস্ট ম্যাচ।

EiSamay.Com 11 Mar 2022, 2:02 pm
Pakistan vs Australia Rawalpindi Test match-এর আয়োজন নিয়ে এবার ICC-র রক্তচক্ষুতে পড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি কার্যত ডেড পিচের উপরে খেলা হয়েছে। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই লাগাতার প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কড়া অ্যাকশন গ্রহণ করল। এই উইকেটের জন্য ধার্য্য করা হয়েছে ডিমেরিট পয়েন্টও। ম্যাচ রেফারি রঞ্জন মধুগলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই পিচের মান সাধারণের থেকেও যথেষ্ট নিম্ন।
EiSamay.Com Pakistan vs Australia Main
আশা করা হচ্ছে, করাচিতে স্পোর্টিং উইকেটে খেলা হবে, ছবি সৌজন্য - Twitter


২৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই জায়গায় দাঁড়িয়ে PCB এমন একটি উইকেটের আয়োজন করেছিল। খুব স্বাভাবিকভাবে এমন একটি উইকেটে ম্যাচের ফলাফল যে ড্র হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই ম্যাচে মাত্র ১৪ উইকেটের পতন হয়েছে। তৃতীয় ইনিংস পর্যন্ত উঠেছে ১,১৮৭ রান। প্রথম ইনিংসে পাকিস্তান ১৬২ ওভার খেলে ইনিংস ডিক্লেয়ার করার কথা ঘোষণা করে। জবাবে অস্ট্রেলিয়া ১৪০.১ ওভার খেলেছে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৭৭ ওভার খেলেছে, কিন্তু একটাও উইকেট তারা হারায়নি।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহ অধিনায়ক স্টিভ স্মিথ এই উইকেটের যারপরনাই নিন্দা করেছেন। অধিনায়ক প্যাট কামিন্সও জানিয়ে দিয়েছেন যে এই উইকেটে বিশেষত্ব কিছু নেই। তিনি বলেছিলেন, “অস্ট্রেলিয়ার পেস আক্রমণ নষ্ট করার জন্যই এমন উইকেট তৈরি করা হয়েছে।” সংবাদমাধ্যমেও এই উইকেট নিয়ে লাগাতার সমালোচনা হয়েই চলেছে। টেস্ট ম্যাচের কোনও একদিনও এই উইকেটের চরিত্র বদলাতে দেখা যায়নি। অন্যদিকে, অজি স্কোয়াডের ওপেনার ডেভিড ওয়ার্নার দাবি করেছেন, “আমরা আশা করেছিলাম, এমন একটা উইকেটে এই ম্যাচ খেলা হবে, সেখানে ২০টি উইকেট শিকারের সুযোগ থাকবে। তাহলে টেস্ট ম্যাচও উত্তেজক হয়ে ওঠে এবং দর্শকেরাও সেই ম্যাচ দেখে উপভোগ করতে পারেন।” তাঁর আশা করাচিতে হয়ত, এমনই কোনও উইকেটে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে।

ম্যাচ রেফারি রঞ্জন মধুগলে বললেন, “গত পাঁচদিনে উইকেটের চরিত্র বিন্দুমাত্র বদলায়নি। বাউন্সের পর বলের গতি ক্রমশ ধীর হতে শুরু করে। এই উইকেটে না রয়েছে কোনও গতি, না কোনও বাউন্স। টার্নও এই উইকেটে খুব বেশি দেখতে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে পেসার এবং স্পিনারদের অসহায় দেখতে লাগে। ICC-র নির্দেশিকা মাথায় রেখে এই উইকেটকে Below Average আখ্যা দেওয়া হয়েছে।”

এবার প্রশ্ন হচ্ছে, কোনও উইকেটকে কীভাবে রেটিং দেয় ICC? কোনও উইকেটকে ICC ৬টি মানে ভাগ করে। ভেরি গুজ, গুড, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, পুওর এবং আনফিট।বিলো অ্যাভারেজ হলে ১, পুওর হলে ৩ এবং আনফিট হলে ৫ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। পরবর্তী ৫ বছর পর্যন্ত এই ডিমেরিট পয়েন্ট কার্যকরী থাকে। যদি কোনও উইকেট ৫ ডিমেরিট পয়েন্ট পায়, সেক্ষেত্রে সেই স্টেডিয়ামে আগামী ১ বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে না। ১০ ডিমেরিট পয়েন্টের জন্য ২ বছর পর্যন্ত এই নিষেধাজ্ঞা লাগু হতে পারে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল