অ্যাপশহর

Pakistan Loss : 'ক্যাচ কী ভাবে ফেলতে হয় পাকিস্তানকে দেখে শিখুন', হাসাহাসি ক্রিকেট বিশ্বে

এই ম্যাচে পাকিস্তানের ফিল্ডাররা (Pakistan vs England 3rd T20I) আরও একবার নিজেদের হাসির খোরাক করে তুললেন। পাকিস্তান টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। আর ইনিংসের তৃতীয় ওভারেই মহম্মদ হাসনেনের প্রথম বলে বড় শট হাঁকাতে যান ফিলিপ সল্ট। বল হাওয়ায় উঠে যায়। ক্যাচ নেওয়ার জন্য আরও একবার বোলারের সঙ্গে মহম্মদ নওয়াজ ধাক্কা মারেন।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 24 Sep 2022, 5:07 pm
শুক্রবার পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি-২০ ম্যাচ আয়োজন করা হয়েছিল। ইংরেজ ক্রিকেট দল এই ম্যাচে ৬৩ রানে জয়লাভ করেছে। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২২১ রান করেছিল। জবাবে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫৮ রানই করতে পেরেছে। আর এই জয়ের কারণেই ইংল্যান্ড সাত ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। বিধ্বংসী ব্যাট করার সৌজন্যে হ্যারি ব্রুককে ম্যাচের সেরা নির্বাচন করা হয়েছে।
EiSamay.Com Pakistan Main (3)
ক্যাচ ধরাকে কেন্দ্র করে পাকিস্তান ফিল্ডারদের ধাক্কাধাক্কি


এই ম্যাচে পাকিস্তানের ফিল্ডাররা আরও একবার নিজেদের হাসির খোরাক করে তুললেন। পাকিস্তান টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। আর ইনিংসের তৃতীয় ওভারেই মহম্মদ হাসনেনের প্রথম বলে বড় শট হাঁকাতে যান ফিলিপ সল্ট। বল হাওয়ায় উঠে যায়। ক্যাচ নেওয়ার জন্য আরও একবার বোলারের সঙ্গে মহম্মদ নওয়াজ ধাক্কা মারেন। যদিও এক্ষেত্রে নওয়াজের কোনও ভুল ছিল না। আর ধাক্কা মারার পরও তিনি বলটা হাতছাড়া করেননি।

তবে এই ঘটনার পর আরও একবার গোটা ক্রিকেট বিশ্ব পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে ট্রোল করতে শুরু করে। কেউ বললেন, প্রত্যেকটা ক্যাচেই ওরা যেন পয়সা দেখতে পায়। আর সেকারণেই সবাই একসঙ্গে দৌড়তে শুরু করে। অপর এক ইউজার আবার লিখেছেন, সহজও ক্যাচও যে কীভাবে কঠিন করে তুলতে হয়, সেটা পাকিস্তানের ক্রিকেটারদের না দেখলে একেবারে বোঝা যায় না।

এই ম্যাচে বেন ডাকেট এবং হ্যারি ব্রুক দুর্দান্ত ব্যাটিং করেন। পাকিস্তানের বোলারদের তাঁরা কার্যত কচুকাটা করে ছাড়েন এবং দলের স্কোর ২২০ পর্যন্ত তুলে নিয়ে যান। ডাকেট ৪২ বলে আটটি বাউন্ডারি এবং জোড়া ছক্কার দৌলতে ৭০ রান করেছেন। অন্যদিকে ব্রুক ৩৫ বলে আটটি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কার সৌজন্যে ৮১ রান করেছেন। পাকিস্তানের দুই ওপেনারই খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান এবং দল ৬৩ রানে পরাস্ত হয়েছে।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল