অ্যাপশহর

'হটাও সিনিয়রদের', বাবরের হুঙ্কারে পাক ক্রিকেটে গৃহযুদ্ধের আভাস

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, শোয়েবের সঙ্গেই দলের সবথেকে সিনিয়র অলরাউন্ডার মহম্মদ হাফিজ, উইকেটকিপার সরফরাজ আহমেদ এবং পেসার হাসান আলিকে আসন্ন টি-২০ এবং একদিনের সিরিজে বিশ্রাম দিতে চান।

EiSamay.Com 28 Nov 2021, 3:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি টি-২০ বিশ্বকাপে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিলেন। কিন্তু, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে নাম কাটা গেল পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তে গৃহযুদ্ধেরই গন্ধ পাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব।
EiSamay.Com FCfJcXRVIAASV8a
পাকিস্তান ক্রিকেট দল, ছবি সৌজন্য - টুইটার


সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জয় করেছিল পাকিস্তান। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, মহম্মদ ওয়াসিমের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিটি এবং টিম ম্যানেজমেন্ট এই একই দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও রাখতে চেয়েছিলেন।

কিন্তু বাদ সাধেন বাবর আজম (Babar Azam)। তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন, তিনি নতুন ক্রিকেটারদের একবার ঝালিয়ে নিতে চান। আর সেটা ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে সাদা বলের সিরিজেই করবেন।

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, শোয়েবের সঙ্গেই দলের সবথেকে সিনিয়র অলরাউন্ডার মহম্মদ হাফিজ, উইকেটকিপার সরফরাজ আহমেদ এবং পেসার হাসান আলিকে আসন্ন টি-২০ এবং একদিনের সিরিজে বিশ্রাম দিতে চান। আগামী ডিসেম্বর মাসে করাচিতে এই সিরিজ শুরু হতে চলেছে।

সূত্র থেকে আরও জানা গিয়েছে, শোয়েবের সঙ্গে এই ব্যাপারে বাবরের একপ্রস্থ নাকি কথাবার্তাও হয়ে গিয়েছে। পাকিস্তান ক্রিকেট দলের ৩৯ বছর বয়সি ক্রিকেটারকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী কোনও বৃহত্তর সিরিজে তাঁকে নিয়ে আবারও ভাবনাচিন্তা করা হচ্ছে।

আগামী ১৩ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান।

শোনা যাচ্ছে, এই সিরিজে সুযোগ পেতে পারেন শাহনাওয়াজ দাহানি, মহম্মদ নওয়াজ, উসমান কাদির, খুশদিল শাহ এবং হায়দার আলির মতো তরুণ ক্রিকেটাররা।

সম্প্রতি টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে তাঁরা থাকলেও, একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি। এই টুর্নামেন্টের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে।

এমনকী বাংলাদেশ সিরিজেও এই ক্রিকেটারদের দেওয়া হয়নি কোনও সুযোগ। চলতি বছর পাকিস্তান সুপার লিগে সবথেকে বেশি উইকেট শিকার করেছিলেন দাহানি। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে তিনি অবশ্য খেলার সুযোগ পেয়েছিলেন।

সূত্রের খবর, বাবর এবার এই তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চান। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে যাঁরা যত ভালো পারফর্ম করতে পারবেন, তাঁরাই তত বেশি করে জাতীয় দলে সুযোগ পাবেন। বাবরের এই সিদ্ধান্তকে শেষপর্যন্ত নির্বাচন কমিটি আমল দেয় কি না, এখন সেটাই দেখার।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল