অ্যাপশহর

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে পাক ক্রিকেটার আফ্রিদি

গায়ে জ্বর নিয়ে পাকিস্তানের লাহোরের একটি হাসপাতালে ভরতি রয়েছেন আফ্রিদি। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে, ডান হাঁটুতে চোটের কারণে শিবিরে যোগ দিতে পারেননি পাকিস্তানের ওপেনার ফখর জামান। বুধবার তাঁর হাঁটুতে এমআরআই করানো হয়েছে।

EiSamay.Com 30 Aug 2019, 3:46 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদির ডেঙ্গি ধরা পড়েছে। গায়ে জ্বর নিয়ে পাকিস্তানের লাহোরের একটি হাসপাতালে ভরতি রয়েছেন আফ্রিদি। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
EiSamay.Com Shaheen Afridi


পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কারণে পাকিস্তানের এই তারকা পেসার লাহোরে জাতীয় দলের অনুশীলন শিবিরে যোগ দিতে পারেননি।

গত আইসিসি বিশ্বকাপে পাকিস্তান আশানুরূপ কিছু করতে না পারলেও, ১৯ বছর বয়সি খাইবারের এই পেস বোলার কিন্তু নজর কেড়ে নেন। বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলিতে তিনি প্রথম একাদশে সুযোগ পাননি। কিন্তু, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সুযোগ পান। সেই ম্যাচে নেন ২ উইকেট। এর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেট নিলেও পরের ম্যাচগুলোতে তাক লাগিয়ে দেন ক্রিকেট বিশ্বকে।

পাকিস্তান তখনও সেমিফাইনালের লড়াইয়ে অনেক পিছিয়ে ছিল। দলকে সেমিফাইনালে ওঠাতে না পারলেও আশা শেষ পর্যন্ত টিকিয়ে রাখেছিলেন এই আফ্রিদিই।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট, আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রানে ৪ উইকেট এবং বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ৬টি উইকেট নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে, সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন। বিশ্বকাপে মাত্র ৫ ম্যাচ খেলে ১৬ উইকেট নেন।

উচ্চতা, গতি, সুইং মিলিয়ে বিশ্বকাপে পাকিস্তানের বোলিং লাইন আপে বড় সংযোজন ছিলেন এই শাহিন আফ্রিদি।

এদিকে, ডান হাঁটুতে চোটের কারণে শিবিরে যোগ দিতে পারেননি পাকিস্তানের ওপেনার ফখর জামান। বুধবার তাঁর হাঁটুতে এমআরআই করানো হয়েছে।

গত ১৯ অগস্ট লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শিবির শুরু হয়েছে। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৫ সেপ্টেম্বর করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে। এর পর ৫ অক্টোবর থেকে লাহোরে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল