অ্যাপশহর

সীমান্ত শান্ত না হলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নয়: গম্ভীর

সীমান্ত সন্ত্রাস না থামলে পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখা উচিত নয়। জানালেন টেস্ট দলে ফেরা ওপেনার গৌতম গম্ভীর।

EiSamay.Com 18 Oct 2016, 6:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সীমান্ত সন্ত্রাস না থামলে পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখা উচিত নয়। টাইমস নাও চ্যানেলের সাক্ষাত্‍কারে এমনই মন্তব্য করলেন সদ্য টেস্ট দলে ফেরা ওপেনার গৌতম গম্ভীর।
EiSamay.Com no ties with pakistan until cross border terrorism ends gautam gambhir
সীমান্ত শান্ত না হলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নয়: গম্ভীর


সীমান্তে জঙ্গি হামলা না তামালে প্রতিবেশী দেশের সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখতে আগ্রহী নন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। টাইমস নাও চ্যানেলের এক সাম্প্রতিক সাক্ষাত্‍কারে তিনি খোলাখুলি জানান, 'আমার কথা হল, যতক্ষণ না আমাদের দেশবাসীর নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, বাকি সমস্ত বিষয় তোলা থাক। আমার মনে হয়, সীমান্ত সংঘাত বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখা উচিত নয়।' সেই সঙ্গে পাকিস্তানকে সতর্ক করে দিয়ে গম্ভীর মন্তব্য করেন, 'যারা সাপ পোষে তাদের তো সাপে কামড়াবেই।'

প্রসঙ্গত, গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একহাত নিয়ে বলেন, গোটা পাক প্রশাসন ভারতে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার ব্যাপারে জড়িত। এর ফলে সীমান্ত নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হচ্ছে।

উল্লেখ্য, ২০০৮ সালের মুম্বই হামলার পর থেকেই ভারত-পাক ক্রিকেট সম্পর্ক তলানিতে এসে ঠেকে। যার ফলে অধুনা অবলুপ্ত টোয়েন্টি ২০ চ্যাম্পিয়নস লিগ এবং আইপিএলে পাক ক্রিকেটারদের ব্রাত্য করা হয়। এরপর ২০১২-১৩ ত্রিদেশীয় সিরিজ খেলতে ভারতে আসে পাকিস্তান ক্রিকেট দল। আইসিসি আয়োজিত ক্রীড়া কর্মসূচীতে এবং এশিয়া কাপেও ডাক পেয়েছিল পাক দল। ২০০৭ সালের পর থেকে দুই দেশের মধ্যে টেস্ট কেলা হয়নি।

# Cricketer Gautam Gambhir appeals for severing all ties with Pakistan till border violence is over.
# He has voiced his opinions in an interview in the Times Now tv channel.
# indo-Pak cricket relations have come to a standstill after the Mumbai Attack of 2008.

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল