অ্যাপশহর

SL vs NZ 1st ODI : মাত্র ৩৩ রানেই আউট লঙ্কার ৮ ব্যাটার! প্রথম একদিনের ম্যাচে বড় জয় নিউ জিল্যান্ডের

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্য়াচে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই ম্যাচে শ্রীলঙ্কা মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায়।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 25 Mar 2023, 1:53 pm
প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে কার্যত উড়িয়ে দিল নিউ জিল্যান্ড ক্রিকেট দল। এই ম্যাচে কিউয়িরা প্রথমে ব্যাট করে ২৭৪ রান করেছিল। ফলে ২৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৭৬ রানে গুটিয়ে যায়। কিউয়ি বোলারদের সামনে মাত্র ১৯.৫ ওভারই শ্রীলঙ্কার ব্যাটাররা খেলতে পেরেছিল। নিউ জিল্যান্ডের এই জয়ের নায়ক হলেন হেনরি শিপল। তিনি ৩১ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন।
EiSamay.Com New Zealand Cricket Team
নিউ জিল্যান্ড ক্রিকেট দল


প্রথমে ব্যাট করতে নেমে কিউয়ি দলের হয়ে সবথেকে বেশি ৫১ রান করেন ফিন অ্যালেন। এছাড়া ৪৯ রান করেছেন রাচিন রবীন্দ্র। কিউয়ি দলও পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ৪৯.৩ ওভারেই তারা অলআউট হয়ে যায়। চামিকা করুণারত্নে শ্রীলঙ্কার হয়ে সবথেকে বেশি ৪ উইকেট শিকার করেছেন।

তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং ব্রিগেড

এই টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ক্রিকেট দলের শুরুটা বেশ খারাপই হয়েছিল। ৪ ওভারেই ১৪ রানে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে ফেলে। এরপর তো শিপলে বল হাতে কার্যত আগুন ছোটাতে শুরু করেন। তিনি ১০ ওভারে মাত্র ৩১ রান দিয়ে শ্রীলঙ্কার অর্ধেক ক্রিকেট দলকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। অ্যাঞ্জেলো ম্যাথিউস একটা দিক ধরে রাখার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু শ্রীলঙ্কার ৪৬ রানের মাথায় তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। তিনি দলের হয়ে সবথেকে বেশি ১৮ রান করেছেন। এরপর দেখতে না দেখতেই গোটা দল ১৯.৫ ওভারে গুটিয়ে যায়।

মাত্র ৩৩ রানেই ফিরে যান ৮ জন ব্যাটার

শ্রীলঙ্কা ক্রিকেট দলের ৮ জন ব্যাটার মাত্র ৩৩ রানের মধ্যেই আউট হয়ে যান। কুশল মেন্ডিস এবং দাসুল শনকা তো রানের খাতাই খুলতে পারেননি। মেডিন্স ১৬ বল খেললেও ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে লঙ্কা অধিনায়ক শিপলের বলে গোল্ডেন ডাক হয়ে যান। চলতি বছর এটাই শ্রীলঙ্কা ক্রিকেট দলের একদিনের ক্রিকেটে দ্বিতীয় সবথেকে খারাপ পারফরম্যান্স। ইতিপূর্বে এই দলটা গত জানুয়ারি মাসে ভারতের বিরুদ্ধে ৭৩ রানে অলআউট হয়ে গিয়েছিল।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল