অ্যাপশহর

'স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটিংকে এই ভাবে ভেঙে পড়তে আগে দেখিনি', হতবাক দাদা!

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের বিরাট বাহিনীর ৪-০ জয় আশা করেছিলেন 'মহারাজ'।

EiSamay.Com 5 Mar 2017, 7:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: যে স্পিন-অস্ত্রে এতদিন ঘরের মাঠে বিদেশিদের বধ করত ভারত, সেই স্পিন অস্ত্রেই কাবু হয়ে যাচ্ছে বিরাট বাহিনী। এ বার অজি স্পিনারদের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দুই স্পিনারের কাছে ভারতীয় ব্যাটিং যে ভাবে নাস্তানাবুদ হচ্ছে, তাতে 'বিস্মিত' সৌরভ।
EiSamay.Com never seen oz spinners put such pressure sourav
'স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটিংকে এই ভাবে ভেঙে পড়তে আগে দেখিনি', হতবাক দাদা!


আরও পড়ুন... এখন ৩-১ দেখছেন সৌরভ
আরও পড়ুন... ​ ঘাস ছেঁটে পরিত্রাণের খোঁজে বিরাটরা

সৌরভের কথায়, 'মাত্র দু'জন অজি স্পিনার-- নাথন লিয়ঁ ও স্টিভ ও'কাফির কাছে ভারতীয় ব্যাটসম্যানদের এরকম নাস্তানাবুদ হওয়ার ঘটনা, আমি কোনও দিনও দেখিনি। আমি বিস্মিত। ওরা সত্যিই ভালো বল করছে।'

আরও পড়ুন... এখন ৩-১ দেখছেন সৌরভ
আরও পড়ুন... ​ ঘাস ছেঁটে পরিত্রাণের খোঁজে বিরাটরা

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের বিরাট বাহিনীর ৪-০ জয় আশা করেছিলেন 'মহারাজ'। সঙ্গে অবশ্য এটাও বলেছিলেন, ক্রিকেটে কিছুই আগে থেকে বলা যায় না। দেখা যাচ্ছে, সেটাই শেষমেশ হচ্ছে। ক্রিকেটের কোনও পূর্বাভাস হয় না।

আরও পড়ুন... এখন ৩-১ দেখছেন সৌরভ
আরও পড়ুন... ঘাস ছেঁটে পরিত্রাণের খোঁজে বিরাটরা

অন্যদিকে চিন্নাস্বামী টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের ভালো বোলিংয়ে ২৩৭ রানে ৬ উইকেট হারাল অস্ট্রেলিয়া। আপাতত ৪৮ রানের লিড।

স্টোরিটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

# Ganguly had predicted a 4-0 whitewash by India of the Aussies ahead of the Test series
#Australia have won the first tie convincingly and are looking good in the ongoing second Test
#Lyon returned astounding figures of 8/50 during the opening day of the second Test

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল