অ্যাপশহর

Ishan Kishan KL Rahul : বাদ ঈশান, দলে কেএল রাহুল! স্বজনপোষণের অভিযোগ রোহিতের বিরুদ্ধে

ফর্মে থাকা ঈশান কিষানকে খেলানো হচ্ছে না প্রথম ওডিআই ম্যাচে। তবে অফ ফর্মে থাকা কেএল রাহুল সুযোগ পাচ্ছেন।

Produced byনবীন পাল | EiSamay.Com 10 Jan 2023, 1:52 pm

হাইলাইটস

  • ফর্মে থাকা ঈশান কিষানকে খেলানো হচ্ছে না প্রথম ওডিআই ম্যাচে।
  • তবে অফ ফর্মে থাকা কেএল রাহুল সুযোগ পাচ্ছেন।
  • এই বিষয়ে ম্যানেজমেন্টকে আক্রমণ করলেন নেটিজেনরা।
EiSamay.Com ishan kishan kl rahul
ঈশান কিষান-কেএল রাহুল
শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে ওডিআই সিরিজ। ২০২৩ সালের প্রথম ওডিআই সিরিজটা ভারতের ওডিআই বিশ্বকাপের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের এই ওডিআই সিরিজে চোট সারিয়ে ফিরছেন রোহিত শর্মা। এছাড়া ছুটি কাটিয়ে ফিরছেন কেএল রাহুল, বিরাট কোহলিরা। কিন্তু এই সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পাচ্ছেন না ঈশান কিষান। রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন শুভমন গিলকে বেশি সুযোগ দিতেই ঈশান কিষানকে বসানো হচ্ছে। ফলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন শুভমন গিল। এই ঘটনার পর ভারতীয় টিম ম্যানেজমেন্টের নিন্দা করা হয়েছে। তাঁদের সিদ্ধান্ত নিয়ে নিন্দা করা হয়েছে সমর্থকদের পক্ষ থেকে।
KL Rahul : জঘন্য রেকর্ড, বিশ্বকাপ থেকে বাদ কেএল রাহুল?
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে ২০০ রান করেন ঈশান কিষান। ১৩১ বলে তিনি এই রান করেন। বিশ্ব ক্রিকেটে নজির এই রান। তাঁর এই রানের পর বিভিন্ন মহল থেকে তাঁর প্রশংসা করা হয়েছে। কিন্তু ভালো ছন্দে থাকলেও শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে তাঁকে রাখা হয়নি। তবে ছন্দে থাকা ঈশান কিষানকে খেলানো না হলেও কেএল রাহুলকে খেলানো হবে। অন্যদিকে অফফর্মে কেএল রাহুল। গত পাঁচটা ম্য়াচে তাঁর ঝুলিতে মাত্র একটা হাফ সেঞ্চুরি রয়েছে।
Rohit Sharma Virat Kohli : 'টি-২০ ভুলে যাও...', রোহিত-বিরাটকে সাফ বার্তা BCCI-এর
ঈশান কিষানকে না খেলানো নিয়ে সমর্থকরা আক্রমণ করেছেন ম্য়ানেজমেন্টকে। একজন বলেন, ‘কেএল রাহুল ৩৬০ ডিগ্রি প্লেয়ার। উনি মাঠের সব প্রান্তে ক্যাচ তুলে আউট হয়েছেন।’ কেউ কেউ লেখেন, ‘ফর্মটাই এখন দলে সুযোগ পাওয়ার চাবিকাঠি নয়।’
Suryakumar Yadav : কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি, 360 ব্যাটিংয়ে নতুন রেকর্ড সূর্যর
প্রাক্তন ক্রিকেটার ও ভারতের প্রাক্তন কোচ ভেঙ্কটেশ প্রসাদ একাধিক টুইট করে নিন্দা করেন ম্য়ানেজমেন্টের। তিনি টুইটে লেখেন, ‘ইংল্যান্ডে পন্থ সেঞ্চুরি করেন শেষ ওডিআইতে এবং দলকে জিততে সাহায্য করে। টি-২০ ফর্ম দেখে তাঁকে ওডিআই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। কেএল রাহুল অন্যদিক থেকে একাধিক ইনিংসে ব্যর্থ হলেও নিজের জায়গা ধরে রেখেছে। দুঃখের বিষয় হল পারফরমেন্স এখন দলে সুযোগ পাওয়ার চাবিকাঠি নয়।’
Rohit Sharma : 'আর নয়...!' আন্তর্জাতিক T20 থেকে অবসর? মুখ খুললেন রোহিত শর্মা
অপর একটি টুইটে তিনি লেখেন, 'গিলকে যদি খেলানোই হত তাহলে ঈশান কিষানকে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হোক কেএল রাহুলের বদলে।' তৃতীয় টুইটে তিনি লেখেন, 'ফর্মের দিক থেকে আমি অবশ্যই কেএল রাহুলকে বাইরে রাখতাম।' যদিও শ্রীলঙ্কা সিরিজে কেএল রাহুল সহ অধিনায়ক হিসেবে খেলবেন না। দলের সহ অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া। তবে অফ ফর্মে থাকা রাহুলকে সুযোগ দেওয়া মোটেও ভালোভাবে নেননি সমর্থকরা।
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল