অ্যাপশহর

অনুমতি নিয়েই নমুনা সংগ্রহ, নাডাকে শর্ত বোর্ডের

বোর্ডের এক কর্তা বলছেন, 'আপাতত ছ'মাসের জন্য পরীক্ষা মূলক ভিত্তিতে ব্যাপারটা চলবে। বোর্ডের নিযুক্ত এজেন্সির (আইডিটিএম) উপস্থিতিতেই নমুনা নেওয়া যাবে। একই সঙ্গে বোর্ড ঠিক করে দেবে কোন ম্যাচে এই নমুনা সংগ্রহ করা যাবে।

EiSamay.Com 22 Jul 2019, 1:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থার (নাডা) সঙ্গে চুক্তিতে কিছু বদল আনছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত চুক্তি ছ'মাসের জন্য হবে পরীক্ষামূলক ভিত্তিতে। সেই সঙ্গে ক্রিকেটারদের ডোপ টেস্ট তখনই করা যাবে, যখন বোর্ড তার অনুমতি দেবে। অক্টোবরে ঘরোয়া মরসুম শুরুর আগে এ ব্যাপার মউ স্বাক্ষর হওয়ার কথা।
EiSamay.Com bcci
বিসিসিআই


বোর্ডের এক কর্তা বলছেন, 'আপাতত ছ'মাসের জন্য পরীক্ষা মূলক ভিত্তিতে ব্যাপারটা চলবে। বোর্ডের নিযুক্ত এজেন্সির (আইডিটিএম) উপস্থিতিতেই নমুনা নেওয়া যাবে। একই সঙ্গে বোর্ড ঠিক করে দেবে কোন ম্যাচে এই নমুনা সংগ্রহ করা যাবে।

এরপরেও যা পরিস্থিতি, তাতে নাডার সঙ্গে বোর্ডের ঝামেলার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আইসিসি মধ্যস্থতা করতে চাইলেও দুই সংস্থার মধ্যে চাপান-উতোর চলছে। ক্রিকেটারদের নমুনা সংগ্রহের ক্ষেত্রে বোর্ডের শর্ত যে নাডা মানবে না, তা পরিষ্কার জানিয়ে দিয়েছে। নাডার এক আধিকারিক বলেছেন, 'নাডা তার নিয়ম অনুযায়ী চলবে। ঘরোয়া মরসুম শুরু হলেই ক্রিকেটারদের নমুনা নেওয়া শুরু হবে। যদি বিসিসিআই বাধা দেওয়ার চেষ্টা করে তা হলে নাডা কিন্তু আন্তর্জাতিক ডোপ বিরোধী সংস্থার কাছে নেতিবাচক রিপোর্ট পাঠাতে বাধ্য হবে।'

যার অর্থ হল, নাডা ও বিসিসিআই কেউই নমনীয় হচ্ছে না। আইসিসি মধ্যস্থতা করার চেষ্টা করলেও, খুব বেশি কাজ হয়নি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল