অ্যাপশহর

মেলবোর্নে ধোনির জার্সিতে পাক ভক্ত

তবে সেটা শুধুই যে সমালোচনার, তা নয়৷ অনেকে অবশ্য পুরো ব্যাপারটাকে ভালো চোখে দেখছেন।

EiSamay.Com 29 Dec 2016, 9:22 am
মেলবোর্ন: মহেন্দ্র সিং ধোনির অন্ধ ভক্ত তিনি। তাই ধোনির নাম লেখা সাত নম্বর জার্সি পরে এমসিজিতে এসেছিলেন তিনি। পাকিস্তান-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট দেখতে। তা-ও জার্সিটা ছিল পাকিস্তানের। এটাই ‘অপরাধী’-র পর্যায়ে ফেলে দিল সেই ধোনি ভক্তকে৷ আজহার আলির ডাবল, ডেভিড ওয়ার্নারের ঝোড়ো সেঞ্চুরির সঙ্গে আলোচনায় সেই যুবকও। কেন তিনি এমন কাজ করলেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়৷ তবে সেটা শুধুই যে সমালোচনার, তা নয়৷ অনেকে অবশ্য পুরো ব্যাপারটাকে ভালো চোখে দেখছেন।
EiSamay.Com ms dhonis pakistani fan makes heads turn at melbourne
মেলবোর্নে ধোনির জার্সিতে পাক ভক্ত


খান আগা নামের একজন যেমন লিখেছেন, ‘একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আমি এই ধরণের ছবি আরও দেখতে চাই৷ ভারত -পাক ক্রিকেট হোক।’ পাকিস্তানের আর এক ক্রিকেট ভক্তের টুইট , ‘ধোনি পাকিস্তানে দারুণ জনপ্রিয়৷ আমি ধোনির কোটি কোটি ভক্তদের একজন৷ আমি ক্রিকেট দেখি , শুধু ধোনির জন্য৷ ’তবে এই ধরণের জার্সি বিতর্কে বারবার বিতর্ক হয়েছে৷ মনে করা হচ্ছে , ভারত -পাকিস্তানের মধ্যে এখন যা সম্পর্ক, তাতে এই ধরণের কাজ বড় ঝুঁকির হয়ে যেতে পারে৷ দিন কয়েক আগে রিপন চৌধুরী নামে অসমের এক ক্রিকেট ভক্ত শাহিদ আফ্রিদির নাম লেখা জার্সি পরে ম্যাচ দেখতে যান৷ যা নিয়ে জোর বিতর্ক হয়৷ আফ্রিদির কানেও খবর যায়৷

আফ্রিদি প্রতিক্রিয়া দেন , ‘এই ধরণের ঘটনা খুব দুর্ভাগ্যজনক৷ ক্রিকেটের সঙ্গে রাজনীতি ঠিক নয়৷ ’এ বছর ফেব্রুয়ারিতে আর একটি এমন ঘটনা ঘটে৷ এ বার বিরাট কোহলিকে নিয়ে৷ বিরাটের এক পাকিস্তানি ভক্ত নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা তুলেছিলেন৷ এই ‘অপরাধ ’-এ দশ বছরের জেল হয় তাঁর৷ জামিনে রয়েছেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল