অ্যাপশহর

ICC-র দশকসেরা ক্রিকেটার কোহলি, ধোনি পেলেন স্পিরিট অফ ক্রিকেট

ICC-র দশকসেরা পুরস্কার বিতরণীতে ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) জয়জয়কার।

EiSamay.Com 28 Dec 2020, 5:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ICC দশকের সেরা টিমে ভারতীয় জয়জয়কার ছিলই। এবার টিম ইন্ডিয়ার জন্য আরও সুখবর। দশকের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট কোহলি (Virat Kohli)। এর জন্য তিনি পেয়েছেন স্যার গ্যারফিল্ড সোবার্স পুরস্কার। বিরাট ছাড়াও উল্লেখযোগ্য সম্মান মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্যও। প্রাক্তন ভারত অধিনায়ক ধোনিকে ICC-র স্পিরিট অফ ক্রিকেট পুরস্কারে সম্মানিত করছে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।
EiSamay.Com Dhoni and Kohli
কোহলি ও ধোনি (ফাইল ফটো)


২০১১ সালে ইংল্যান্ডের নটিংহ্যামে রান আউট হওয়ার পরও ইয়ান বেলকে মাঠে ডেকে এনেছিলেন ভারতীয় অধিনায়ক ধোনি। দর্শকদের বিচারে যা এই দশকের সেরা মন ভালো করা ক্রিকেটীয় মুহূর্ত।


দশকের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হওয়া কোহলির তিন ফরম্যাটেই ব্যাটিং গড় ৫০ এর উপর। ৮৭ টেস্টে ৭৩১৮, ২৫১ ODI-এ ১২০৪০ এবং টি টোয়েন্টিতে ২৯২৮ রান করেছেন কোহলি। তবে টি টোয়েন্টিতে এখনও কোনও শতরান পাননি ভারত অধিনায়ক। গত এক দশকে কোহলির ব্যক্তিগত কৃতিত্ব হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস কিংবা অজিদের বিরুদ্ধে ৫২ বলে শতরানের উল্লেখ করা হয়েছে।


কোহলি ছাড়াও দশকসেরা পুরুষ ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং এ বি ডিভিলিয়ার্সের মতো ক্রিকেটারা। এদের মধ্য়ে দশকের সেরা টেস্ট টিমে কোহলি ছাড়া একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন অশ্বিন। একদিনের টিমে ভারতীয়দের মধ্যে ধোনি, বিরাট এবং রহিত শর্মা রয়েছেন। এর আগে ICC-র দশকের সেরা টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক নির্বাচিত হন বিরাট কোহলি। ধোনি টি-টোয়েন্টি টিমের অধিনায়ক নির্বাচিত হন।

দশকসেরা ক্রিকেটার হিসেবে বিরাট কোহলিই কি সঠিক? আপনাদের কী মত? আমাদের জানান নীচের কমেন্ট বক্সে। মন্তব্য করুন ইংরেজি বা বাংলায়।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল