অ্যাপশহর

কাল প্রেমদাসায় ৩০০ ক্লাবে পা দিচ্ছেন ধোনি

একেবারে শৃঙ্খলাভঙ্গ ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন৷ সকালে প্রেমদাসা স্টেডিয়ামের নেটে যখন ব্যাট করতে নামলেন ধোনি , দেখা গেল এক স্থানীয় ভক্ত নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে নেটে ঢুকে তাঁর সঙ্গে সেল্ফি তুলতে চাইছেন৷

EiSamay.Com 30 Aug 2017, 12:11 pm
এই সময় : একেবারে শৃঙ্খলাভঙ্গ ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন৷ সকালে প্রেমদাসা স্টেডিয়ামের নেটে যখন ব্যাট করতে নামলেন ধোনি , দেখা গেল এক স্থানীয় ভক্ত নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে নেটে ঢুকে তাঁর সঙ্গে সেল্ফি তুলতে চাইছেন৷ কী করে এই ভক্ত নেটে ঢুকলেন , তা নিয়ে প্রথমে অবাক হয়ে যান ধোনি৷ দেখা যায় , তিনি স্টেডিয়ামের কর্মী৷ কিন্ত্ত কী করে ভারতের নেটে ঢুকলেন ? সবাইকে এড়িয়ে তাঁকে নেটে ঢুকতে সাহায্য করেন রোহিত শর্মা! ধোনিকে চমকে দেওয়ার জন্য এই ফন্দি এঁটেছিলেন তিনি৷ ধোনি ওই উত্সাহী ভক্তের আব্দার মেনে নিয়ে তাঁর সঙ্গে সেল্ফি তোলেন৷
EiSamay.Com ms dhoni has two world records in sight going into 300th odi
কাল প্রেমদাসায় ৩০০ ক্লাবে পা দিচ্ছেন ধোনি


ততক্ষণে অবশ্য ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার এসে ওই ভক্তকে নেটে বাইরে নিয়ে গিয়েছেন৷ কাল বৃহস্পতিবার ধোনি খেলতে যাচ্ছেন তাঁর কেরিয়ারের ৩০০ তম একদিনের ম্যাচ৷ চলতি সিরিজে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে টিমকে জেতানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ধোনির৷ দ্বিতীয় ম্যাচে করেন ৪৫ নট আউট , তৃতীয় ম্যাচে ৬৭ নট আউট৷ এই সফরে মারাত্মক পরিশ্রম করেছেন ধোনি , তার ফলও পাচ্ছেন৷ ২০১৯ বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৩৮৷ কিন্ত্ত সহবাগের মতো ক্রিকেটাররা এখনই বলছেন , ‘২০১৯ বিশ্বকাপের পরেই ধোনির বিকল্পের কথা ভাবা উচিত৷ এখন কেউই ধোনির জায়গা নিতে পারার জায়গায় নেই৷ ঋষভ পন্থের তৈরি হতে সময় লাগবে৷ ’ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনি হতে চলেছেন ষষ্ঠ ক্রিকেটার , যিনি ৩০০ তম ম্যাচ খেলতে যাচ্ছেন৷ আগের পাঁচ জন হলেন সচিন তেন্ডুলকর (৪৬৩ ), রাহুল দ্রাবিড় (৩৪৪ ), মহম্মদ আজহারউদ্দিন (৩৩৪ ), সৌরভ গঙ্গোপাধ্যায় (৩১১ ) ও যুবরাজ সিং (৩০৪ )৷

এ দিকে , ভারতের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজে বিপর্যয়ের দায় নিয়ে পদত্যাগ করল সনত্ জয়সূর্যের নেতৃত্বাধীন শ্রীলঙ্কার নির্বাচক কমিটি৷ দুই মাস আগে এই কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল৷ কিন্ত্ত এখন জয়সূর্য সহ বাকিরা পদত্যাগ করায় সমস্যা তৈরি হল৷ শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে , ‘প্রধান নির্বাচক সনত্ জয়সূর্য, রঞ্জিত মধুরাসিঙ্গে , রুমেশ কালুভিথারানা , অশাঙ্ক গুরুসিঙ্গে ও এরিক উপসান্তা পদত্যাগ করছেন৷ একটি সম্মিলিত চিঠিতে তাঁরা তাঁদের পদত্যাগপত্র ক্রীড়া মন্ত্রী দয়াসিরি জয়শেখরা কাছে পাঠিয়ে দিয়েছেন৷ এই চিঠি অনুযায়ী তাঁরা ভারতের শ্রীলঙ্কা সফর শেষ হওয়া বা ৭ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে আছেন৷ ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে টেস্টে ০ -৩ হেরেছে শ্রীলঙ্কা৷ তার পর ওয়ান ডে সিরিজেও প্রথম তিনটে ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে৷ ফলে দেশে প্রবল সমালোচনার ঝড় ওঠে৷

পাল্লেকেলেতে তৃতীয় ওয়ান ডে -র সময় দর্শক বিক্ষোভের জন্য গ্যালারি ফাঁকা করে ম্যাচ করতে হয়৷ এর আগে টিমের খারাপ পারফরম্যান্সের জন্য প্লেয়ারদের অতিরিক্ত চোট -আঘাতকে দায়ী করেছিলেন জয়সূর্য৷ জানা গিয়েছে , আগামী তিন সন্তাহের মধ্যে নতুন নির্বাচক কমিটির নাম জানানো হবে৷ তবে শ্রীলঙ্কা বোর্ডের প্রধান থিলঙ্গা সুমাতিপালা জানিয়েছেন , এই মুহূর্তে তিন পদত্যাগের কথা ভাবছেন না৷ তাঁর পদত্যাগ দাবি করেছিলেন অর্জুন রণতুঙ্গা৷

আবার এর মধ্যে ভারতের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচের আগে অনিশ্চিত হয়ে পড়েছেন শ্রীলঙ্কার অস্থায়ী অধিনায়ক চামারা কাপুগেদেরা৷ তাঁর কাঁধে চোট আছে৷ তবে ক্রিকেট ডিরেক্টর অশাঙ্ক গুরুসিঙ্গে জানিয়েছেন , কাপুগেদেরা খেলবেন কি না , তা নিয়ে সিদ্ধান্ত হবে আজ বুধবার৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল