অ্যাপশহর

‌মরশুমের দ্বিতীয় ডার্বি জিতে মধুর প্রতিশোধ নিল মোহনবাগান, পৌঁছে গেল একদিনের ক্রিকেটের ফাইনালে

t20 এর পাল্টা একদিনের ক্রিকেটে... সিএবি–র প্রথম ডিভিশনের একদিনের ক্রিকেটে মধুর প্রতিশোধ নিল সবুজমেরুন... ইস্টবেঙ্গলকে ৩ উইকেটে হারিয়ে পৌঁছে গেল প্রতিযোগিতার ফাইনালে...

Lipi 25 Apr 2021, 3:34 am
এই সময় ডিজিটাল ডেস্ক:জে সি মুখার্জি টি২০ ক্রিকেটে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। সিএবি–র প্রথম ডিভিশনের একদিনের ক্রিকেটে মধুর প্রতিশোধ নিল সবুজমেরুন। ইস্টবেঙ্গলকে ৩ উইকেটে হারিয়ে পৌঁছে গেল প্রতিযোগিতার ফাইনালে। বিবেক সিং ও অভিমন্যু ঈশ্বরণের ১২৬ রানের ওপেনিং জুটি মোহনবাগানের জয়ের ভিত গড়ে দেয়।
EiSamay.Com mohun bagan takes revenge by winning second derby of the season reaches one day cricket final
‌মরশুমের দ্বিতীয় ডার্বি জিতে মধুর প্রতিশোধ নিল মোহনবাগান, পৌঁছে গেল একদিনের ক্রিকেটের ফাইনালে


যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে শনিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল। লালহলুদের শুরুটা দারুণ হয়েছিল। ওপেনিং জুটিতে ১০৮ রান তোলেন রনজোত সিং খাইরা ও অঙ্কুর পাল। ১০ টি ৪ ও একটি ৬–য়ের সাহায্যে ৬৮ বলে ৭২ রানের দারুণ ইনিংস খেলেন অঙ্কুর পাল। তাঁকে তুলে নিয়ে মোহনবাগানকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সায়ন ঘোষ। সৌরভ সিং ৫১ রান করেন। রনজোত সিং ৬৮ রান করে তুহিন ব্যানার্জির বলে আউট হন। একসময় মনে হচ্ছিল ৩০০ রানের গন্ডি পার করে ফেলবে ইস্টবেঙ্গল। সৌরভ মণ্ডল, সায়ন ঘোষ, তুহিন ব্যানার্জিদের দাপটে ২৭৮/‌৮ রানে থেমে যায় ইস্টবেঙ্গল। শেষ দিকে ইস্টবেঙ্গল অধিনায়ক অর্ণব নন্দী করেন ২৯। বিদ্যুৎ অধিকারী করেন ২০। মোহনবাগানের সৌরভ ৩টি, তুহিন ও সায়ন ২টি করে উইকেট নেন।

ব্যাট করতে নেমে দারুণ জবাব দিতে শুরু করেন মোহনবাগানের দুই ওপেনার বিবেক সিং ও অভিমন্যু ঈশ্বরণ। ওপেনিং জুটিতে তোলেন ১২৬। তাঁদের জুটিই মোহনবাগানের জয়ের প্ল্যাটফর্ম গড়ে দেয়। ইস্টবেঙ্গলের হয়ে জুটি ভাঙেন শ্রেয়ান চক্রবর্তী। তিনি ফেরান ঈশ্বরণকে (‌৫৫)‌। ৬৮ রান করে অর্ণব নন্দীর বলে বি অমিতের হাতে ক্যাচ দিয়ে আউট হন বিবেক সিং। মোহনবাগান অধিনায়ক অনুস্টুপ মজুমদার (‌১৫)‌ রান পাননি। সুদীপ চ্যাটার্জি (‌৪৭)‌, ঋত্বিক চ্যাটার্জি (‌২০)‌, জয়জিৎ বসু (‌১৮)‌, রাজকুমার পালরা (‌২৩)‌ মেহনবাগানকে জয় এনে দেন। ১ ওভার বাকি থাকতে ২৮০/‌৭ তুলে ফাইনালে পৌঁছে যায় মোহনবাগান। ইস্টবেঙ্গলের অর্ণব নন্দী ৩৬ রানে ২ উইকেট পান। ফাইনালে মোহনবাগান খেলবে ভবানীপুরের বিরুদ্ধে।

পরের খবর