অ্যাপশহর

'অতীতের অভিজ্ঞতাই আমাকে সাহায্য করেছে', সাফ জানালেন সামি

অস্ট্রেলিয়া সফরে চোট পেয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের স্পিডস্টার মহম্মদ শামি (mohammed shami)। তারপর থেকে তিনি দলের বাইরেই ছিলেন। কিন্তু, আইপিএল টুর্নামেন্টে পাঞ্জাব কিংস দলের হয়ে তিনি আবারও ২২ গজের লড়াইয়ে ফিরে আসেন।

Lipi 17 May 2021, 1:15 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : চোটের জন্য দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। IPL-এ ফিরে এসেই পুরনো ছন্দে। আবার স্বমহিমায় দেখা গেছে মহম্মদ সামিকে। তাঁকে ছন্দে ফেরানোর জন্য আইপিএলকেই কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের এই জোরে বোলার। পাশাপাশি এটাও জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতাও তাঁকে দ্রুত সেরে উঠতে সাহায্য করেছে।
EiSamay.Com Mohammed Shami
মহম্মদ শামি


গত বছর শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বলে কনুইয়ে চোট পেয়েছিলেন মহম্মদ সামি। চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যান। তারপর দেশে ফিরে আসেন। পুরো ফিট না হওয়ায় ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও খেলতে পারেননি। একেবারে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমেছিলেন। দীর্ঘদিন পর মাঠে ফিরে পুরনো ছন্দেই দেখা গিয়েছিল সামি।
View this post on Instagram A post shared by Mohammad Shami , محمد الشامي (@mdshami.11)


অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়ার প্রায় ৪ মাস পর আবার মাঠে নেমেছিলেন। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ৮ উইকেট তুলেও নিয়েছিলেন। চোট সারিয়ে এইরকম দ্রুত ছন্দে ফেরার কারন কী?‌ সামি বলেন, ‘‌আইপিএলই আমাকে ছন্দে ফিরতে সাহায্য করেছে। বহু বছরের অভিজ্ঞতা আমাকে নিজের শরীর সম্পর্কে জানতে সাহায্য করেছে। কোন জিনিসটা ভাল, কোনটা খারাপ, এখন সব বুঝতে পারি। কতটা অনুশীলন দরকার, কত পরিমান জল খেতে হবে, সবই জানি। দ্রুত সেরে উঠতে এই বিষয়গুলিও সাহায্য করেছে।’‌
View this post on Instagram A post shared by Mohammad Shami , محمد الشامي (@mdshami.11)

মহম্মদ সামির চোখ এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতীয় দলের এই অভিজ্ঞ বোলারও জানেন টিম ম্যানেজমেন্ট তাঁর দিকে তাকিয়ে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্ট্র‌্যাটেজি প্রসঙ্গে সামি বলেন, ‘কী ধরনের দৃষ্টিভঙ্গী নিয়ে মাঠে নামব, সেটা আগে থেকে পরিকল্পনা করি না। সেটা পরিস্থিতির ওপর নির্ভর করে। আইপিএলে ছন্দ ফিরে পেয়েছি, এটাই আমার কাছে বড় ব্যাপার।’‌
View this post on Instagram A post shared by Mohammad Shami , محمد الشامي (@mdshami.11)


২০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছতে আর ২০ উইকেট দুরে আছেন সামি। দেশের পঞ্চম জোরে বোলার হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করবেন। এই মাইলস্টোন নিয়ে ভাবছেন না সামি। আলাদা কোনও পরিকল্পনাও করেননি। তিনি বলেন, ‘‌আলাদাআ কোনও পরিকল্পনা নেই। আমি একেকটা সিরিজ ও প্রতিযোগিতা নিয়ে ভাবি।’‌ তবে গত ৭ মাস ধরে ভারতীয় দল যে ধরনের ক্রিকেট খেলছে, সেটা ধরে রাখতে পারলে ইংল্যান্ডে ভাল ফল হবে বলে মনে করছেন সামি। তিনি বলেন, ‘‌সম্প্রতি আমরা অসাধারণ ক্রিকেট খেলছি। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে গোটা দলের আত্মবিশ্বাস তুঙ্গে আছে। গত ৬ মাস ধরে যে ক্রিকেট খেলেছি, সেরকম খেলতে পারলে আমার বিশ্বাস ইংল্যান্ড সফর দুর্দান্ত হবে।’‌

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল