অ্যাপশহর

Mohammad Shami : সামি অন ফায়ার, একাই ৪ উইকেট নিয়ে ফিরোজ শাহর 'সুলতান'

ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়া ২৬৩ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে ভারত কোনও উইকেট না হারিয়ে ২১ রান করেছে।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 17 Feb 2023, 5:52 pm
বর্ডার-গাভাসকার ট্রফিতে দিল্লিতেই কি সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে যাবে ভারত? তেমন সম্ভাবনা কিন্তু প্রথম দিনেই অনেকটা তৈরি হয়েছে। প্রথম ইনিংসে মাত্র ২৬৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে প্রথম দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে ভারত। অস্ট্রেলিয়াকে এদিন ভাঙেন জোরে বোলার মহম্মদ সামি এবং দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
EiSamay.Com Mohammad Shami
নাথান লিয়নকে বোল্ড করার পর মহম্মদ সামির উচ্ছ্বাস

India vs Australia : সামি-অশ্বিন-জাদেজার ত্রিফলা, ২৬৩ রানে শেষ অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২৬৩ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট করতে নামে ভারত। অস্ট্রেলিয়ার বোলাররা ভারতের দুই ওপেনারকে এদিন শুরুতে একেবারেই সমস্যার মুখে ফেলতে পারেননি। দিনের শেষ বেলায় ৯ ওভার ব্যাটিং করার সুযোগ পায় ভারত। কোনও উইকেট না হারিয়ে ২১ রান তোলে। অধিনায়ক রোহিত শর্মা ১৩ এবং লোকেশ রাহুল ৪ রান করে ক্রিজে রয়েছেন।
Border-Gavaskar Trophy : 'ঘরের মাঠেই শের টিম ইন্ডিয়া, ক্ষমতা থাকলে...', রোহিতদের প্রবল কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটের
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে ওঠে ৫০। ডেভিড ওয়ার্নারকে (১৫) তুলে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ধাক্কা দেন মহম্মদ সামি।
K L Rahul Catch : ব্যাটে রানের খরা অব্যাহত, এক হাতে ক্যাচ নিয়ে প্রশংসা কুড়োলেন রাহুল
এরপর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান উসমান খোয়াজা ও মারনাস লাবুশেন। জুটি ভাঙেন রবিচন্দন অশ্বিন। চতুর্থ বলে তুলে নেন লাবুশেনকে (১৮)। ওভারের শেষ বলে ফেরান স্টিভ স্মিথকে (০)। এরপর ট্রেভিস হেডকে (১২) তুলে নেন মহাম্মদ সামি।
IND vs AUS 2nd Test : মাঠে ঢুকে পড়ায় অবাধ্য দর্শককে মার নিরাপত্তারক্ষীদের, 'ত্রাতা' সামি! দেখুন ভিডিয়ো
১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। পিটার হ্যান্ডসকম ও উসমান খোয়াজার জুটিতে ওঠে ৫৯ রান। ৮১ রান করে রবীন্দ্র জাদেজার বলে লোকেশ রাহুলের হাতে ম্যাচ দিয়ে আউট হন খোয়াজা। অ্যালেক্স ক্যারিকেও (০) তুলে নেন রবিচন্দন অশ্বিন।
Mohammed Shami Virat Kohli : ছক্কা হাঁকিয়ে শীর্ষে সামি, ‘কোহলি-কাহিনি’ টপকে অন্য রূপকথা
১৬৮ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপরঅধিনায়ক প্যাট কামিন্স ও পিটার হ্যান্ডসকম জুটি অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যায়। জুটিতে ওঠে ৫৯। প্যাট কামিন্স ও হ্যান্ডসকম্ব জুটির ওপরে ভর করে ২০০ রানের গণ্ডি পার করে অস্ট্রেলিয়া। জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। তাঁর বলে এলবিডব্লিউ আউট হন প্যাট কামিন্স। ৫৯ বলে ৩৩ রান করেন অসি অধিনায়ক। একই ওভারের শেষ বলে টড মারফিকেও (০) তুলে নেন রবীন্দ্র জাদেজা।
Ravichandran Ashwin Steve Smith : ৩ বলে ২ উইকেট অশ্বিনের, 'ঠুঁটো জগন্নাথ' অজিরা! দেখুন ভিডিয়ো
অন্যদিকে নাথান লায়নকে (১০) ফেরান মহম্মদ সামি। শেষ উইকেটের জুটিতে অস্ট্রেলিয়াকে টানেন পিটার হ্যান্ডসকম্ব ও ম্যাথু কুহেনেম্যান। এই জুটিই অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে পৌঁছে দেয়। কুহেনেম্যানকে (৬) বোল্ড করেন মহম্মদ সামি। ৭২ রান করে অপরাজিত থাকেন পিটার হ্যান্ডসকম্ব। ৬০ রানে ৪ উইকেট তুলে নেন সামি। ৫৭ রানে ৩ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের এবং ৬৮ রানে ৩ উইকেট পান রবীন্দ্র জাদেজা।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল