অ্যাপশহর

অজিদের বিরুদ্ধে হেরে ব্যাটিং ডিপার্টমেন্টের বিরুদ্ধে ক্ষুব্ধ মিতালি

ভারতীয় ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করেন মিতালি রাজ। দলে তিনি একমাত্র অর্ধশতরান করেন। তাঁর রান ৬৩। আজকের ম্যাচে ব্যর্থ হয় ওপেনিং জুটি। শেফালি বর্মা ও স্মৃতি রতের ওপেনিং জুটিতে উঠল মাত্র ৩১ রান।

EiSamay.Com 21 Sep 2021, 10:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে হার স্বীকার করতে হয়েছে ভারতের মহিলা দলকে। ৯ উইকেটে মিতালিদের হারিয়ে একদিনের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অজিরা। ব্যাট-বল দুটোতেই ভারতের হতাশাজনক পারফরম্যান্স হয়েছে। একদিনের জিততে গেলে বাকি দুটো ম্যাচ জিততেই হবে ভারতকে।
EiSamay.Com Richa Ghosh
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে ভারতের ব্যাটিং ব্রিগেড


প্রথম ব্যাট করে ২২৫ রান করেন মিতালিরা। ২২৬ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি তোলে ১২৬ রান। অ্যালিসা হেলি ৭৭ বলে করেন ৭৭ রান। রাখেল হেইনস ১০০ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন।

ভারতীয় বোলিংয়ে পুনম যাদব শুধুমাত্র একটি উইকেট নেন। তাঁকে বাদে আর কেউই ভালো বল করতে পারেননি। যা নিয়ে সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগড়ে দেন অধিনায়ক মিতালি রাজ। তিনি বলেন, ‘আমার মনে হয়, আপনি যখন প্রথমে ব্যাটিং করছেন, আপনাকে ভালো পার্টনারশিপ তৈরি করতে হবে। বোলিং বিভাগ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা ছিল। বিশেষ করে স্পিনারদের থেকে। এই উইকেটে ওদের খেলতে হত। ম্যাচ জেতার জন্য এই খেলা যথেষ্ঠ নয়। আমাকে দলের কয়েকটা বিষয়ে আরও খাটতে হবে। অভিষেককারীদের থেকে অনেক প্রত্যাশা ছিল আমাদের।’

ভারতীয় ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করেন মিতালি রাজ। দলে তিনি একমাত্র অর্ধশতরান করেন। তাঁর রান ৬৩। আজকের ম্যাচে ব্যর্থ হয় ওপেনিং জুটি। শেফালি বর্মা ও স্মৃতি রতের ওপেনিং জুটিতে উঠল মাত্র ৩১ রান। দুই ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা করেন যথাক্রমে ৮ ও ১৬ রান। বিশেষজ্ঞদের মতে মিতালির সঙ্গে অপর কেউ বড় রান করে দিতে পারলে ভারত আরও বড় লক্ষ্যমাত্রা রাখতে পারত। আঙুলে চোটের কারণে খেলেননি ভারতের সিনিয়র প্লেয়ার হরমনপ্রীত কৌর।

অজি অধিনায়ক মেগ ল্যানিং বলেন, ‘লম্বা সময় ধরে আমরা ক্রিকেট খেলছি। আমরা খুব আগ্রহী ছিলাম এই ম্যাচটা নিয়ে। ব্রাউন অসাধারণ। কয়েকটা ভালো মুহূর্ত তৈরি হয়েছে ম্যাচে আমাদের জন্য। আমার মনে হয়েছিল আমরা আমাদের ফাঁকফোকরগুলো পূরণ করতে পারব। কিন্তু এরকম দাপটের সঙ্গে ম্যাচ জিতে খুব ভালো লাগছে। আমার মতে আমাদের ওপেনাররাই ম্যাচ জিতিয়ে দিয়েছে।’

ম্যাচের সেরা ডার্সি ব্রাউন বলেন, ‘এরকম খেলতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার হাত খুব ঘামছিল, তাই আমি একটু নার্ভাস ছিলাম। এখন একটু মজা করার সময়।’

সিরিজে বাকি আর দুটো ম্যাচ। পরবর্তী ম্যাচটি হবে ২৪ সেপ্টেম্বর। সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ হবে ২৬ সেপ্টেম্বর।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল