অ্যাপশহর

নয়া রেকর্ড কায়েম ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের

আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে আপাতত মিতালিই (Mithali Raj) একমাত্র ব্যাটসম্যান যিনি এডওয়ার্সের (Charlotte Edwards) ১০,২৭৩ রানের রেকর্ড ভেঙে দিলেন। যদিও এই সিরিজে ভারত হেরে যায়।

EiSamay.Com 4 Jul 2021, 3:25 am
এই সময় ডিজিটাল ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের মুকুটে যুক্ত হল আরও একটা রেকর্ডের পালক। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতেই আপাতত সবথেকে বেশি রান রয়েছে। এই পরিসংখ্যানের দিক থেকে তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শার্লোটি এডওয়ার্ডসকে টপকে যান।
EiSamay.Com Mithali Raj
আজ ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালি রাজ


ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা অন্তিম একদিনের ম্যাচে মিতালি এই রেকর্ড কায়েম করেছেন। গতকালের ম্যাচটা ছিল নেহাতই সম্মানরক্ষার। কিন্তু, ভারতীয় ক্রিকেট দল এটাকে একেবারেই হালকাভাবে নেয়নি। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২১৯ রান তুলেছিল। এরপর জয়ের জন্য ২২০ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল।

ম্যাচের ২৩তম ওভারে ন্যাট শিভারের বলে দুরন্ত একটা বাউন্ডারি হাঁকিয়ে ভারতের এই বিখ্যাত ব্যাটসম্যান কৃতিত্ব কায়েম করেন।
অধিনায়কোচিত ব্যাটিং মিতালি রাজের, একেবারে দিশেহারা ব্রিটিশ বোলাররা
আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে আপাতত মিতালিই একমাত্র ব্যাটসম্যান যিনি এডওয়ার্সের ১০,২৭৩ রানের রেকর্ড ভেঙে দিলেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এই একদিনের সিরিজ়ে ভারতীয় ক্রিকেট দল ইতিপূর্বে ০-২ ব্যবধানে পিছিয়ে ছিল।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল