অ্যাপশহর

চেনা মাঠেও সামির অস্ত্র রিভার্স সুইং

নিউ জিল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টে মাত্র দুটো উইকেট পেয়েছেন তিনি৷ তা-ও পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসের শেষ দিকে৷ অশ্বিন ঝড়ে ঢাকা পড়ে গিয়েছেন বাকিরা৷ তারপরেও বাংলার মহম্মদ সামিকে নিয়ে আলোচনা হচ্ছে ইডেন টেস্টের আগে৷

EiSamay.Com 28 Sep 2016, 11:20 am
এই সময় : নিউ জিল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টে মাত্র দুটো উইকেট পেয়েছেন তিনি৷ তা-ও পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসের শেষ দিকে৷ অশ্বিন ঝড়ে ঢাকা পড়ে গিয়েছেন বাকিরা৷ তারপরেও বাংলার মহম্মদ সামিকে নিয়ে আলোচনা হচ্ছে ইডেন টেস্টের আগে৷ কারণ স্যান্টনারের সঙ্গে জুটি বেঁধে ক্রিজে ওয়াটলিং ক্রমশ একটা জুটির দিকে এগোচ্ছিলেন৷ অশ্বিন -জাডেজার স্পিনকে সামলে খেলছিলেন৷ এখানেই মোক্ষম চাল দেন অধিনায়ক বিরাট কোহলি৷ বল তুলে দেন সামির হাতে৷ ওয়াটলিংকে ফিরিয়ে অধিনায়কের মর্যাদা রাখেন সামি।
EiSamay.Com md shami prefers reverse swing against new zealand at eden gardens
চেনা মাঠেও সামির অস্ত্র রিভার্স সুইং


গত চার দিন নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও , শেষ দিনে কোন রহস্যে এল উইকেট ? কলকাতা আসার ঠিক আগে কানপুরে বোর্ডের ওয়েবসাইটে সামি নিজেই ব্যাখ্যা দিয়ে বললেন , রিভার্স সুইংয়েই এসেছে সাফল্য৷ তাঁর কথায় , ‘এই টেস্টের শুরুর দিকে বল রিভার্স করেনি৷ অপেক্ষায় ছিলাম , কখন সেটা করবে৷ কোহলি যখন আমায় বল দিল , দুটো বল করার পরই বুঝলাম , উইকেট থেকে সাহায্য পেতে পারি৷ এই মুহূর্তটার জন্যই গত তিন দিন ধরে অপেক্ষা করেছি৷ অবশেষে পঞ্চম দিনে বল রিভার্স করল৷ তখনই সেটা কাজে লাগানোর চেষ্টা করি৷ ’

রিভার্স সুইং সত্যিই উপভোগ করেন সামি৷ বারবার বলেছেন সে কথা , ‘বল সুইং করাতে পারলে অদ্ভুত একটা আনন্দ হয়৷ পুরোনো বলে বল করতে বেশি পছন্দ করি৷ ওটাই আমার সেরা অস্ত্র৷ যদি রিভার্স সুইংয়ের সামান্য সম্ভবনাও থাকে , সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি৷ সেটা ব্যবহার করি৷ ’বোঝা যাচ্ছে, চেনা ইডেনেও রিভার্স সুইংয়ের ব্যবহার করবেন তিনি৷

রিভার্স সুইংয়ে ব্যাটসম্যানকে কী ভাবে চাপে রাখতে চান , তারও ব্যাখ্যা দিয়েছেন সামি৷ বলে দেন , ‘বল সুইং করতে শুরু করলে আমি চেষ্টা করি ব্যাটসম্যানকে সরাসরি বোল্ড করতে বা এলবিডব্লিউ করতে৷ রিভার্স সুইংয়ে এই দুটোই ভালো ভাবে করা সম্ভব৷ অফ স্টাম্পের উপরে বল ফেলার চেষ্টা করি অথবা আমার লক্ষ্য থাকে বল ব্যাটসম্যানের প্যাডে লাগানো৷ সেই দুটোই ওয়াটলিং এবং ক্রেগের বিরুদ্ধে কাজে এসেছে প্রথম টেস্টে৷ ’উইকেট থেকে সাহায্য পেলেই কি শুধু রিভার্স সুইং করানো যায় ? তা হলে তো সবাই করতে পারতেন৷ সামি কিন্ত্ত স্পষ্টই বলে দিচ্ছেন , ‘রিভার্স সুইংয়ের পিছনে প্রচুর টেকনিক এবং পরিশ্রম থাকে৷ এটা একার উপর নির্ভরও করে না৷ পুরো টিমের উপর নির্ভর করে৷ ’ সামি ব্যাখ্যা দিয়ে বলেছেন , ‘প্রত্যেকে বলটাকে ড্রাই করার চেষ্টা করে৷ গোটা দিন ধরেই৷ রিভার্স সুইংয়ের সময় বল যদি আদ্র থাকে , তা হলে সুইং করতে অসুবিধে হবে৷ কারণ , বল ভারী হয়ে থাকে৷ ’

আরও কী দরকার ? ধারাবাহিকতা এবং নিঁখুত হওয়ার চেষ্টা , এই দুটো অবশ্যই প্রয়োজন৷ সামির কথায় , ‘লাইন -লেংথ ধরে রাখা খুব জরুরি৷ খুব জোরে বল করলেই যে রিভার্স সুইং হবে , তা নয়৷ লাইন -লেংথ ধরে রাখার জন্য আমি প্রচুর পরিশ্রম করি এবং সচেতন থাকি৷ ’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল