অ্যাপশহর

জীবনের প্রথম রঞ্জি ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক, ক্রিকেটমহলে চর্চায় মধ্যপ্রদেশের রবি

জীবনের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন মধ্যপ্রদেশের মিডিয়াম পেসার রবি যাদব। প্রথম শ্রেণির ক্রিকেটে হ্যাটট্রিক দিয়েই হাতখড়ি হল মধ্যপ্রদেশের এই দুর্ধর্ষ বোলার। আজ অবধি গোটা দুনিয়ায় এমনতর নজির কেউ দেখাতে পারেননি। রবিই প্রথম যিনি এই ইতিহাস সৃষ্টি করলেন।

EiSamay.Com 28 Jan 2020, 5:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জীবনের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন মধ্যপ্রদেশের মিডিয়াম পেসার রবি যাদব। প্রথম শ্রেণির ক্রিকেটে হ্যাটট্রিক দিয়েই হাতখড়ি হল মধ্যপ্রদেশের এই দুর্ধর্ষ বোলার। আজ অবধি গোটা দুনিয়ায় এমনতর নজির কেউ দেখাতে পারেননি। রবিই প্রথম যিনি এই ইতিহাস সৃষ্টি করলেন।
EiSamay.Com Ravi Yadav
হ্যাটট্রিক দিয়ে সফর শুরু রবি যাদবের


ইন্দোরের হোল্কার ক্রিকেট স্টেডিয়ামে রনজি ম্যাচে এদিন উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল রবির দল। জীবনের প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচে পাঁচ উইকেট নিয়ে একপ্রকার তাক লাগিয়ে দিলেন রবি যাদব।

রনজি ম্যাচ এবং ফার্স ক্লাস কেরিয়ার শুরু করতে একটু দেরিই হয়ে যায় মধ্যপ্রদেশের রবির। ২৮ বছর বয়সেই শুরু হয়েছে তাঁর ক্রিকেটিয় ইনিংস। প্রথম ইনিংসে মাত্র ২১৬ রানের মাথাতেই গুটিয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। সৌজন্যে এই রবি যাদব, যিনি একাই পাঁচটি উইকেট তুলে নিয়েছেন।

আরিয়ান জুয়াল, অঙ্কিত রাজপুত, সমীর রিজভিকে পরপর আউট করে দেন রবি। আর তারই সুবাদে এদিন মাত্র ২১৬ রানেই ফুরিয়ে যায় উত্তরপ্রদেশের ইনিংস।

প্রথম ওভারের তিন নম্বর বলে প্রথম উইকেটটি তুলে নেন রবি। প্রথমেই ১৩ রানের মাথায় ফেরান জুয়ালকে। আর তার পরের দুটো বলে রাজপুত ও রিজভিকে আউট করে দেন রবি। প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ ২৩০ রান করে। যশ দুবের হাফ সেঞ্চুরির সুবাদেই এই রান তুলতে সক্ষম হয় মধ্যপ্রদেশ।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল