অ্যাপশহর

ধোনির ব্যাটিং নিয়ে নানা প্রশ্ন

শনিবার রাতে বিশাখাপত্তনমে কার হাতে সিরিজ জয়ের ট্রফি উঠবে? মহেন্দ্র সিং ধোনি না কেন উইলিয়ামসন?

EiSamay.Com 28 Oct 2016, 1:12 pm
অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় ■ রাঁচি
EiSamay.Com lot of questions regarding dhonis batting order
ধোনির ব্যাটিং নিয়ে নানা প্রশ্ন


শনিবার রাতে বিশাখাপত্তনমে কার হাতে সিরিজ জয়ের ট্রফি উঠবে? মহেন্দ্র সিং ধোনি না কেন উইলিয়ামসন? উত্তর পেতে অপেক্ষা কয়েক ঘণ্টার৷ দুটো টিমেই অনেক অঙ্ক৷ অনেক হিসেব৷ কিন্ত্ত এই সবই ওলোট -পালোট হয়ে যেতে পারে এক ধাক্কায়৷ কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটের ঝড়ে নয় , ‘ক্যান্ত ’---এর ধাক্কায় ! ম্যাচ ছাপিয়ে সমুদ্র শহরে এখন ‘ক্যান্ত ’-ই আলোচনায় ! ‘ক্যান্ত ’-ই আতঙ্কে ! কেন্ট হল সেই ঘূর্ণিঝড়ের নাম, আজ যার ঝাঁপিয়ে পড়ার কথা ভাইজ্যাগের উপরে৷ যা খবর , শেষ মুহূর্তে এই ঝড় পথ যদি বদলেও ফেলে তার ঝাপটা থাকবেই৷ যার জেরে দু’দিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা৷

টিম ইন্ডিয়ায় ‘ক্যান্ত ’-এর ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন কে ?তিনি মহেন্দ্র সিং ধোনি৷ উইলিয়ামসনের কিছু এসে যায় না৷ বরং , টেস্ট সিরিজে নিজেরা ধুয়ে যাওয়ার পর ওয়ান ডে সিরিজ ড্র হলে তবু দেশে ফিরে বলতে পারবেন , একদম খালি হাতে তো ফিরিনি ! সিরিজ জিতে গেলে তো কথাই নেই৷ ভারত থেকে প্রথম ওয়ান ডে সিরিজ জিতে ফিরবে তারা৷ যা একটা ইতিহাস৷ কিন্ত্ত ধোনির জায়গাটা অন্য৷ তিনি হারলে তাঁর নেতৃত্বে পরপর চারটে সিরিজ হারবে ভারত৷ অস্ট্রেলিয়া , দক্ষিণ আফ্রিকা , বাংলাদেশ ও নিউ জিল্যান্ড৷ যেটা নেতা ধোনির পক্ষে মোটেই সুখের নয়৷ সবচেয়ে বড় কথা , ছয় বছর আগে ২০১০ সালে এই নিউ জিল্যান্ডই ০ -৫ সিরিজ হেরে দেশে ফিরেছিল৷ তখনও কিন্ত্ত অধিনায়ক ছিলেন ধোনি৷ এখনও তিনি৷ শুধু মাঝের ছয় বছরে বদলে গিয়েছে অনেক কিছু৷ মাহি সাম্রাজ্য ক্রমশ কোহলি সাম্রাজ্যে হস্তান্তর হওয়ার পথে ! সত্যি , সময় কী ভাবে বদলে যায় !

এমনিতেই এই টিম ইন্ডিয়ায় বিরাটের ভূমিকা খুব প্রকট ভাবে চোখে পড়ছে৷ ধোনি মাঠে থাকার পরেও জুনিয়র ক্রিকেটাররা বারবার কোহলির কাছে ছুটে যাচ্ছেন৷ ম্যাচের মাঝে পরামর্শ নিচ্ছেন৷ ধোনি সেখানে নীরব দর্শক৷ ধোনির নিজের পারফরম্যান্সও বলার মতো নয়৷ নিজেকে উপরে তুলে এনেছেন৷ তারপরেও মোহালিতে একটা ৮০ ছাড়া রান কোথায় ? সবচেয়ে বড় কথা , নিজের সেই চেনা শট , চেনা ছন্দ হারিয়ে ফেলছেন৷ পা নড়ছে না সে ভাবে৷ টাইমিংও খুব খারাপ৷ রাঁচিতে নিজের ঘরের মাঠে যে ভাবে বোল্ড হলেন , বিশেষজ্ঞরা কিন্ত্ত ধোনির ব্যাটিং নিয়ে মাথা চুলকোতে শুরু করে দিয়েছেন৷
ধোনি ছাড়াও এই ‘টিম ইন্ডিয়া ’-কে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে৷ ধোনি নিজে যতই বলুন , ‘ওরা এখন শিখছে ,’ কিন্ত্ত তাতে চিড়ে ভিজবে না৷ শিখতে গিয়ে যদি সিরিজ হারতে হয় , এ সব ছেঁদো কথা কেউ মানতে চাইবেন না৷

ওপেনিং জুটিতে রান নেই৷ মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডার , রান নেই৷ ঘুরেফিরে সেই একা বিরাট কোহলি৷ যে দুটো ম্যাচ ভারত জিতেছে , দুটোতেই অপরাজিত থেকে জিতিয়েছেন বিরাট (৮৫ ও ১৫৪ )৷

কিন্ত্ত বাকিরা ? তাদের রানের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক৷

অজিঙ্ক রাহানে : ৩৩, ২৮ , ৫ , ৫৭৷
রোহিত শর্মা : ১৪ , ১৫ , ১৩, ১১৷
মনীশ পান্ডে : ১৭ , ১৯ , ২৮ (নট আউট ), ১২৷
হার্দিক পান্ডিয়া : ৩১, ৩৬, ব্যাট করেননি , ৯৷
কেদার যাদব : ১০ (নট আউট ), ৪১ , ২৯ , ২৭৷
অক্ষর প্যাটেল : ব্যাট করেননি , ১৭ , ব্যাট করেননি , ৩৮৷

চার ম্যাচে এই পারফরম্যান্সের পর বিশাখাপত্তনমে আসল পরীক্ষা৷ নিউ জিল্যান্ড কিন্ত্ত ইতিমধ্যে ‘রক্তের স্বাদ ’ পেয়ে গিয়েছে৷ ওপেনার গাপ্টিল তো রাঁচি ম্যাচ জিতে সাফ বলেই দিলেন , ‘আমাদের আত্মবিশ্বাস এখন অনেক বেড়ে গিয়েছে৷ এখান থেকে সিরিজ না জেতার কোনও কারণ নেই৷ ’ ওয়ান ডে-র লড়াই যে টেস্টের মতো সহজ হবে না , জানাই ছিল৷ উইলিয়ামসনরা ঘুরে দাঁড়িয়েছেন মোক্ষম সময়ে৷
আর ‘ক্যান্ত ’ আছেই৷ দুটো টিমের আসল শত্রু কিন্ত্ত এই ঘূর্ণিঝড়ই!

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল