অ্যাপশহর

বন্ধু ইমরানকে কড়া বার্তা সানির, জঙ্গিদের ভারতের হাতে দাও

তবে, ভারতের পাকিস্তান ম্যাচ বয়কট নিয়ে যে চাপ আসছে, সি বিষয়ে ভিন্নমত পোষণ করেন সুনীল। গাভাস্কারের মতে, বাইশগজে নেমে বিশ্বকাপের ওই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে যোগ্য জবাব দিক কোহলিরা। ভারত পাক ম্যাচ বয়কট করবে কি না, শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।

EiSamay.Com 21 Feb 2019, 11:00 pm

রাহুলের সার্জিক্যাল স্ট্রাইক, জাতীয় নিরাপত্তায় হুডাকে এনে 'ভিশন পেপার'

রাহুলের সার্জিক্যাল স্ট্রাইক, জাতীয় নিরাপত্তায় হুডাকে এনে 'ভিশন পেপার'

এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার নেপথ্যে থাকা পাক মদতপুষ্ট জঙ্গিদের ভারতের হাতে তুলে দিতে বন্ধু ইমরান খানের কাছে আর্জি জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এখন সেদেশের প্রধানমন্ত্রী।
EiSamay.Com BBTTKb4.


ইমরানের উদ্দেশে সানি বলেন, 'জঙ্গি হামলায় দোষীদের আগে ভারতের হাতে হস্তান্তর করো। সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশও পাকিস্তানকে বন্ধ করতে হবে।'


গাভাস্কারের কথায়, 'বন্ধুত্বপূর্ণ এই পদক্ষেপগুলি করে দেখো ভারত কী করে।' আমাকে অবসর নিতে ও (ইমরান) যখন বারণ করেছিল, আমি শুনেছিলাম। এখন ও আমার কথা শুনুক।


তবে, ভারতের পাকিস্তান ম্যাচ বয়কট নিয়ে যে চাপ আসছে, সি বিষয়ে ভিন্নমত পোষণ করেন সুনীল। গাভাস্কারের মতে, বাইশগজে নেমে বিশ্বকাপের ওই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে যোগ্য জবাব দিক কোহলিরা। ভারত পাক ম্যাচ বয়কট করবে কি না, শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল