অ্যাপশহর

Laxmiratan Shukla: "সবকিছু সম্ভব", বাংলা ক্রিকেট দলের দায়িত্ব নিয়েই হুঙ্কার লক্ষ্মীর

রনজি ট্রফি থেকে বিদায় নেওয়ার পর কোচিং টিমকে নতুন করে সাজাতে উদ্যোগ নিয়েছিল বাংলা দল। বাংলা থেকে আরও প্লেয়ার যাতে জাতীয় দলে খেলে ও বহু প্রতিক্ষিত রনজি আসে সেইজন্য তরুণ কোচ নেওয়ার কথা পরিকল্পনা করেছিল। অরুণ লাল কোচ হিসেবে পদত্যাগ করায় যা আরও সহজ হয়। এবার সেই লক্ষ্যই আরও একধাপ এগোল CAB।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 26 Jul 2022, 8:47 pm
'আওয়াজ করকে খেলো' এই স্লোগান ফের শুনতে পাওয়া যাবে বাংলা ক্রিকেটে। পাকাপাকিভাবে বাংলার কোচ নিযুক্ত হলেন বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। এদিন সি এ বি সভাপতি অভিষেক ডালমিয়া , সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে বঙ্গ ক্রিকেটের নতুন হেড স্যারের নাম ঘোষণা হল।
EiSamay.Com Laxmi Main
বাংলা ক্রিকেট দলের নতুন কোচ রবি শাস্ত্রী, ছবি সৌজন্য - Instagram@laxmiratanshuklaofficial


পাশাপাশি ব্যাটিং কোচ হিসাবে ডবলু ভি রমন আসছেন। মঙ্গলবার অভিষেক ডালমিয়া জানালেন, "আমরা খুব খুশি। আমাদের নিজেদের লোক আসছে। আমাদের কাছে অনেক ভালো নাম ছিল। কিন্তু, আমরা ওকে যোগ্য মনে করেছি। কারণ অনেক প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ আছে। বাংলার হয়ে এত বছর খেলেছে। সাফল্য দিয়েছে। বাংলার তো বটেই দেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আশা করি, ও আমাদের সাফল্য এনে দেবে।"

এদিকে বাংলা ক্রিকেট দলের সহকারি কোচ হিসেবেই থাকছেন সৌরাশিস লাহিড়ী। খুব তাড়াতাড়ি ব্যাটিং পরামর্শদাতা ডবলু ভি রমন কলকাতা চলে আসবেন। তারপরই পুরো দল অনুশীলনে নামবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রনজি ট্রফি থেকে বিদায় নেওয়ার পর কোচিং টিমকে নতুন করে সাজাতে উদ্যোগ নিয়েছিল বাংলা দল। বাংলা থেকে আরও প্লেয়ার যাতে জাতীয় দলে খেলে ও বহু প্রতিক্ষিত রনজি আসে সেইজন্য তরুণ কোচ নেওয়ার কথা পরিকল্পনা করেছিল। অরুণ লাল কোচ হিসেবে পদত্যাগ করায় যা আরও সহজ হয়। এবার সেই লক্ষ্যই আরও একধাপ এগোল CAB।

অভিষেক আরও বললেন, "এবার মনে হয় লম্বা মরশুমই হবে। সেই পুরনো পদ্ধতিতেই আবারও রনজি ট্রফি খেলা হবে। তাই অনুশীলন খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দেব।"

তবে বাংলা ক্রিকেট দলের হেডস্যার লক্ষ্মীরতন জানালেন, "CAB-র সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দাদি (সৌরভ গঙ্গোপাধ্যায়) নেই এখন। তাঁকেও ধন্যবাদ জানাই। মিস্টার ডালমিয়া স্যার পৃথিবীতে নেই। উনি না থাকলে আমি কখনই এতদুর আসতে পারতাম না। সেকারণে তাঁকেও ধন্যবাদ জানাই। চেষ্টা করব সাফল্য এনে দিতে। আমি অতীতে তাকাব না। আমি বিশ্বাস করি এই দলে সবাই পারফরম্যান্স করতে পারে।। নতুন চিন্তা এবং নতুন ভাবনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমি যখন অধিনায়ক ছিলাম, টিম মিটিং সহজ সরল রাখতাম। কোচ হিসেবেও সেই একই কাজ করার চেষ্টা করব। আমাদের বাংলা দলের সবার মধ্যে প্রতিভা আছে। স্লোগান হবে, সবকিছু সম্ভব।"
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল