অ্যাপশহর

আফগান দলের কোচ হলেন লালচাঁদ রাজপুত

২০১৯-এর বিশ্বকাপকে লক্ষ্য রেখে আফগানিস্তান ক্রিকেট টিমকে মজবুত করার গুরুদায়িত্ব দেওয়া হল লালচাঁদকে।

EiSamay.Com 25 Jun 2016, 9:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দৌড়ে ছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের করি কলিমোর। এই তাবড় প্রাক্তনদের পিছনে ফেলে আফগানিস্তানের কোচের দায়িত্ব পেয়ে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার লালচাঁদ রাজপুত। ২০১৯-এর বিশ্বকাপকে লক্ষ্য রেখে আফগানিস্তান ক্রিকেট টিমকে মজবুত করার গুরুদায়িত্ব দেওয়া হল লালচাঁদকে।
EiSamay.Com lalchand rajput appointed afghanistan cricket coach
আফগান দলের কোচ হলেন লালচাঁদ রাজপুত


এর আগে ভারতের অনুর্ধ্ব ১৯ ও ভারতীয় 'এ' দলের কোচিং করেছেন রাজপুত। ২০০৭-এ ওয়ার্ল্ড টি২০-র শুরুর সময়ে ভারতীয় দলের ম্যানেজার ছিলেন তিনি। এছাড়াও ২০০৮-এর IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্বে ছিলেন এই প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান দানিস নাজিমুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছেন, 'লালচাঁদ রাজপুতের দীর্ঘ অভিজ্ঞতা আফগান দলের কাছে সম্পদ। আফগানিস্তানের স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস সফরে দলে যোগ দেবেন রাজপুত।'

প্রসঙ্গত, লালচাঁদ রাজপুত ছাড়াও আফগানিস্তান দলের কোচের পদের আবেদন করেছিলেন আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফও।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল