অ্যাপশহর

"গোটা শরীর জলে ভিজিয়েছিলাম", হঠাৎ কেন একথা বললেন আন্দ্রে রাসেল?

ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের আইপিএলে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। ইডেন গার্ডেনে খেলা। প্রথমে ব্যাট করে ১৭৪/‌৭ তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ।

Lipi 25 May 2021, 7:27 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : সাহসী হিসেবে ক্রিকেটমহলে যথেষ্ট সুনাম আছে আন্দ্রে রাসেলের। তাঁর চরিত্রের আবেগপ্রবণ দিকটিও বারবার ফুটে উঠেছে। এবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সাম কারেনের বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার পর হতাশায় ওয়াংখেড়ে স্টেডিয়ামের ড্রেসিংরুমের সিঁড়িতে বসে থাকার ঘটনা ক্রিকেট অনুরাগীদের স্মৃতিতে আজও টাটকা। তবে তাঁর এই বিধ্বস্ত হওয়ার ঘটনা প্রথম নয়। এর আগেও তিনি চূড়ান্তভাবে হতাশায় ডুবে গিয়েছিলেন এবং আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়ে ক্রিকেট পোশাক পরেই শাওয়ারে ভিজেছিলেন।
EiSamay.Com Andre Russell
আন্দ্রে রাসেল


ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের আইপিএলে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। ইডেন গার্ডেনে খেলা। প্রথমে ব্যাট করে ১৭৪/‌৭ তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ৭ বলে ৩ রান করে আন্দ্রে রাসেল যখন আউট হন, কলকাতা নাইট রাইডার্সের জয়ের জন্য ৩৩ বলে দরকার ছিল ৫৭ রান। জিতলেই ফাইনালের ছাড়পত্র। শেষ পর্যন্ত ১৬০/‌৯ তোলে নাইট রাইডার্স। ১৪ রানে হেরে ফাইনালের স্বপ্নের সলিল সমাধি। হতাশায় ডুবে গিয়েছিলেন আন্দ্রে রাসেল।

এই ঘটনার কথা তুলে ধরে রাসেল বলেন, ‘‌রশিদ খানের বলে আউট হয়ে এতটাই হতাশ হয়ে পড়েছিলাম, ড্রেসিংরুমে ফিরে গিয়ে ক্রিকেট পোশাক পরেই শাওয়ারের নিচে ভিজেছিলাম। আমার জুতো, পোশাক সবকিছুই ভিজে গিয়েছিল। গোটা শরীরে জল দেওয়ার জন্যই আমি শাওয়ারের নিচে দাঁড়িয়েছিলাম। কারণ ওটাই ছিল মরশুমে আমাদের শেষ ম্যাচ।’

রাসেল মনে করেন, ওই ম্যাচে শেষ পর্যন্ত ক্রিজে থাকলে কলকাতা নাইট রাইডার্স সহজেই জিততে পারত। তিনি বলেন, ‘আমি দ্রে রাস হয়ে উঠতে পারিনি। ম্যাচটা নিয়ে আমি বেশিই ভেবে ফেলেছিলাম। ‌‌ওই বলটা উড়িয়ে দেওয়ার মতো ছিল। আমি জানতাম মুহূ্র্তের ভুলে গণ্ডগোল করে ফেলেছি। যদি আমি শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারতাম তাহলে জিততাম।’‌ রাসেল আরও বলেন, ‘‌নিজের ওপরে খুবই হতাশ হয়ে পড়েছিলাম। তাই শাওয়ারে ভিজেছিলাম। আমাকে কিন্তু কেউ ভিজতে দেখেনি। সবাই হতাশায় ডুবে ছিল।’‌

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল