অ্যাপশহর

“আথিয়া শেট্টির থেকে শিখে নাও,” নাচতে গিয়ে তীব্র কটাক্ষের শিকার KL Rahul

ভারতীয় ক্রিকেটে KL Rahul-কে বরাবরই সিরিয়াস ক্রিকেটার হিসেবে দেখা গেছে। মাঠের মধ্যে হোক বা মাঠের বাইরে হোক তিনি মজা কম করেন। নিজের মতই থাকতে পছন্দ করেন।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 6 Jun 2022, 8:35 pm
বর্তমানে ক্রিকেটারদের ক্রিকেটের পাশাপাশি নাচেও পারদর্শী হতে হয়। বিজ্ঞাপন থেকে শুরু করে বিয়েতে সবেতেই স্টেপ মেলাতে দেখা যায় ক্রিকেটারদের। অতীতে যেমন Sourav, Sachin দের থেকে নাচের প্রত্যাশা করা যেত না। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। সম্প্রতি এক বিয়ে বাড়িতে গিয়ে নাচলেন KL Rahul। তবে স্টেপ ঠিকমত হয়নি বলে নেটিজেনদের কাছ থেকে কটাক্ষও শুনতে হল তাঁকে।
EiSamay.Com K L Rahul Dance Main
নাচ করছেন কে এল রাহুল, ছবি সৌজন্য - Instagram


IPL-এর পর সব ক্রিকেটেররা এখন ছুটি কাটাতে ব্যস্ত। Rahul এইসময় বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছেন। কার বিয়ে সেটা জানা যায়নি। সেই বিয়েতে গিয়ে তিনি দক্ষিণ ভারতীয় গানে ও হিন্দি গানে নাচ করেছেন। তাঁর সঙ্গে আরও দুজন নাচ করেছেন। তবে রাহুল নাচলেও তাঁর নাচে মোটেও খুশি হননি ভক্তরা। তাঁর ভাইরাল হওয়া নাচের ভিডিয়োতে দেখা গেছে, স্টেপ মিলিয়ে তিনি নাচ করলেও মুখে অভিব্যক্তি বা তাঁর হাত পা নাড়ানো ঠিক নাচের মত হচ্ছিল না। যা দেখে এক সমর্থক লেখেন, “মন থেকে নাচতে হবে। এভাবে হবে না।” অপরজন লেখেন, “যখন ইন্ট্রোভার্ট বন্ধুকে জোর করে নাচ করানো হয়।” কেউ কেউ বলেন, “Rahul এবার তোমার নাচ শেখার পালা। আথিয়া শেট্টির থেকে শিখে নাও।”

অনেকে আবার Rahul কে সমর্থন করেন। একজন লেখেন, “রাহুল আর আমি দুজনেই একইভাবে নাচি।” অপর একজন লেখেন, “আমাদের দুজনেরই নাচের ক্লাসে ভর্তি হতে হবে।”

৯ জুন থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকা সিরিজে এবার দলকে নেতৃত্ব দেবেন KL Rahul. এরপর সিরিজ শেষ করে তিনি ইংল্যান্ড উড়ে যাবেন। তাঁর সঙ্গে থাকবেন Rishabh Pant-ও। Rahul-এর ডেপুটি হিসেবে এবার থাকবেন Pant.

ভারতীয় ক্রিকেটে KL Rahul-কে বরাবরই সিরিয়াস ক্রিকেটার হিসেবে দেখা গেছে। মাঠের মধ্যে হোক বা মাঠের বাইরে হোক তিনি মজা কম করেন। নিজের মতই থাকতে পছন্দ করেন। বিজ্ঞাপন হোক বা অন্য কিছু Rahul-কে নাচতে সচরাচর দেখা যায় না।

এবার নতুন ফ্র্যাঞ্চাইজি Lucknow Super Giants-কে নেতৃত্ব দিয়েছেন Rahul. তিনি IPL-এর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। প্লে অফে প্রবেশ করেছিল তাঁর দল। কিন্তু এলিমিনেটরে Royal Challengers Bangalore-এর কাছে হেরে ছিটকে যায় তারা। তবে রাহুলের ব্যাটিং মুগ্ধ করেছে। জাতীয় দলে তাঁর রানে ফেরার পালা।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর