অ্যাপশহর

লর্ডসে দুরন্ত শতরান রাহুলের, ভাঙলেন রবি শাস্ত্রীর ৩১ বছরের পুরনো রেকর্ড!

১৯৯০ সালে শেষবার কোনও ভারতীয় ওপেনার লর্ডসের মাঠে শতরান করেছিলেন। তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রী শতরানের ইনিংস খেলেছিলেন।

EiSamay.Com 12 Aug 2021, 11:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের ওপেনার কেএল রাহুল শেষপর্যন্ত প্রমাণ করেই দিলেন, কেন তাঁকে দেশের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন বলে মনে করা হয়। আজ লর্ডস টেস্টে রাহুলের ব্যাট থেকে বেরিয়ে আসে ঝকঝকে একটা শতরান। আর সেইসঙ্গে তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। প্রায় ২ বছর টেস্ট ক্রিকেট থেকে দুরে থাকার পর লর্ডসের ঐতিহাসিক মাসে নিজের কেরিয়ারের ষষ্ঠ শতরানটি তিনি করে ফেললেন। গত ৩১ বছরের মধ্যে কেএল রাহুল প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি লর্ডসের ময়দানে শতরান করলেন। রাহুলের আগে শতরান করার সুযোগ পেয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অপর ওপেনার রোহিত শর্মাও। কিন্তু তিনি ৮৩ রানে আউট হয়ে যান। কিন্তু, রাহুলে নিজের ইনিংস সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং অবশেষে শতরান করেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৯০ সালে শেষবার কোনও ভারতীয় ওপেনার লর্ডসের মাঠে শতরান করেছিলেন। তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রী শতরানের ইনিংস খেলেছিলেন।
EiSamay.Com KL Rahul and Ravi Shastri
কেএল রাহুল এবং রবি শাস্ত্রী, ছবি সৌজন্য - টুইটার


আজ তিন বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করলেন কেএল রাহুল। মজার ব্যাপার এটাই যে ২০১৮ সালে কেএল রাহুল ইংল্যান্ড সফরেই শেষ শতরানটা করেছিলেন। ওভালের মাঠে রাহুল ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। গত সেঞ্চুরির ১২ ইনিংসে রাহুল হাফ সেঞ্চুরিও করতে পারেননি। এরপর তাঁকে ভারতীয় টেস্ট ক্রিকেট দল থেকে বের করে দেওয়া হয়। প্রায় ২ বছর পর আবারও টেস্ট ক্রিকেট দলে তিনি জায়গা পেয়েছেন। আর সেই সুযোগটাকে সঠিকভাবে কাজেও লাগালেন। নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে রাহুল ৮৪ রান করে আউট হয়ে যান। মাত্র ১৬ রানের জন্য প্রথম টেস্টে তিনি সেঞ্চুরি করতে পারেননি।

অন্যদিকে লর্ডসের ঐতিহাসিক স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের ৬৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল রোহিত শর্মা এবং কেএল রাহুল জুটি। ইংল্যান্ডের বিরুদ্ধে লন্ডনে আজ দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল।

আজ রোহিত এবং রাহুলের ওপেনিং জুটির দৌলতে ভারতীয় ক্রিকেট দল অনায়াসে ১০০ রানের চৌকাঠ অতিক্রম করে ফেলে। ১৯৫২ সালের পর এই প্রথমবার ভারত লর্ডসের মাঠে ১০০ রানের ওপেনিং জুটি গড়ল। ভারতের শেষ দুই ব্যাটসম্যান যাঁরা এই কৃতিত্ব অর্জন করেছিলেন, তাঁরা হলেন বিনু মাঁকড় এবং পঙ্কজ রায়। ১৯৫২ সালে ক্রিকেটের মক্কায় তাঁরা দুজনে ১০৬ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন।

তবে রোহিত এবং রাহুল জুটি এই মাইলফলক ৩৬ ওভারের মাথায় অতিক্রম করেন এবং ভারতীয় স্কোরবোর্ডে তখন ১০৬ রান জ্বলজ্বল করছে। দ্বিতীয় সেশনের ড্রিংক্স ব্রেকের আগেই এই কৃতিত্ব অর্জন করেন তাঁরা।

পাশাপাশি এই জুটি আরও একটা রেকর্ড আজ অতিক্রম করেছেন। লর্ডসের মাঠে টস হারার পর প্রথমে ব্যাট করতে নেমে সবথেকে বেশি রানের ওপেনিং পার্টনারশিপ তাঁরা গড়ে তোলেন। ভারতের প্রথম ইনিংসের ৪১ ওভারে রাহুল একটা দুরন্ত ছক্কা হাঁকান এবং ১১৪ রানের মাইলফলক স্পর্শ করেন।

ইতিপূর্বে ইংল্যান্ডের অ্যালেস্টার কুক এবং অ্যান্ড্রু স্ট্রস ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৪ রান করেছিলেন। লর্ডসের ২২ গজে কোনও দল হিসেবে টস হারার পর প্রথমে ব্যাট করতে নেমে এটাই ওপেনিং পার্টনারশিপে সবথেকে বেশি রান ছিল।

পরের খবর