অ্যাপশহর

পাকিস্তানকে একার হাতেই শুইয়ে দিলেন ঈশান

প্রথম ইনিংসে ব্যাট করে ২৭২ রান তুলেছিল ভারত। যার মধ্যে দলের সহ-অধিনায়ক শুভমান গিল ১০২ রান করেন। কিন্তু পাকিস্তান সেই পিচেই মুখ থুবড়ে পড়ল ঈশানের বোলিংয়ে।

EiSamay.Com 30 Jan 2018, 5:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পিচে তেমন কোনও জুজু ছিল না। প্রথম ইনিংসে ব্যাট করে ২৭২ রান তুলেছিল ভারত। যার মধ্যে দলের সহ-অধিনায়ক শুভমান গিল ১০২ রান করেন। কিন্তু পাকিস্তান সেই পিচেই মুখ থুবড়ে পড়ল ঈশান পোড়েলের বোলিংয়ে। এই বঙ্গসন্তানের পেসে মাত্র ২৮ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁতে থাকে পাকিস্তান। সেই ধাক্কা কাটিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি তারা।
EiSamay.Com 17 dents pakistan
পাকিস্তানকে একার হাতেই শুইয়ে দিলেন ঈশান


ব্যাটিং সহায়ক পিচে এমন বোলিং দেখে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তনরাও। রাহুল দ্রাবিড়ের অত্যন্ত প্রিয় ছাত্র এই ঈশান। ইনিংসের শুরু থেকেই আগুন ঝরাতে থাকেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অন্যতম জোরে বোলার তিনি। উল্টো দিক থেকে শিবম মাভি-ও যথেষ্ট চাপে রাখেন পাক-ব্যাটসম্যানদের। ১০ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১৩ রানে দ্বিতীয়, ২০ রানে তৃতীয় এবং ২৮ রানে চতুর্থ উইকেট পড়ে পাকিস্তানের। সব কটি উইকেট পান ঈশান।

৬ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এর পর আর বোলিং করতে হয়নি তাঁকে। বাকি কাজ সারেন শিবা সিং এবং রিয়ান পরাগ। দু জনে ২টি করে উইকেট তুলে নেন। শেষ ২টি উইকেট ভাগ করে নেন অনুকুল রায় এবং অভিষেক শর্মা। মাত্র ২৯.৩ ওভারে ৬৯ রানেই শেষ হয়ে যায় পাকিস্তান। শতরান করার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ হন শুভমান গিল। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ঈশানের বোলিয়ের দিকে নজর থাকবে সকলের।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল