অ্যাপশহর

KKR vs PBKS Live : দুরমুশ কলকাতার বোলিং, নাইটদের সামনে ১৯২ রানের টার্গেট পঞ্জাবের

মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পঞ্জাব কিংস যে কিছুটা অ্যাডভান্টেজ পাবে, তা আগেই আশা করা হয়েছিল। আর হলও তাই।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 1 Apr 2023, 5:29 pm
গত মরশুমে দুই দলই চূড়ান্ত ব্যর্থ। প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেনি কোনও দলই। পঞ্জাব কিংস শেষ করেছিল ষষ্ঠ স্থানে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের স্থান ছিল ৭ নম্বরে। এবছর দুই দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই। আর সেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের সামনে বড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল পঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ৫উইকেটে তুলল ১৯১ রান।
EiSamay.Com KKR vs PBKS
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মারমুখী মেজাজে ভানুকা রাজাপক্ষে


অধিনায়ক হিসেবে আইপিএলের অভিষেক ম্যাচেই টস ভাগ্য সহায়তা করেছিল নীতীশ রানাকে। টস জিতে প্রথমে পঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান। দারুণ শুরু করেছিলেন শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নামা প্রভসিমরন সিং। কিন্তু তিনি তাঁর ইনিংসকে বেশিদুর এগিয়ে নিয়ে যেতে পারেননি। দ্বিতীয় ওভারে টিম সাউদির শেষ বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। ১২ বলে ২৩ রান করে তিনি আউট হন।

দ্বিতীয় ওভারে ২৩ রানে প্রথম উইকেট হারানোর পর পঞ্জাব কিংসকে টেনে নিয়ে যান ভানুকা রাজাপক্ষে ও শিখর ধাওয়ান। এই জুটি পঞ্জাব কিংসকে ১০০ রানের গণ্ডি পার করে দেয়। একাদশ ওভারে উমেশ যাদবের শেষ বলে আউট হন আউট হন ভানুকা রাজাপক্ষে। ৩২ বলে তিনি করেন ৫০ রান। চার নম্বরে নামা জিতেশ শর্মা বড় রান করতে পারেননি। ১১ বলে ২৩ রান করে তিনি টিম সাউদির বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

অধিনায়ক শিখর ধাওয়ান ধৈর্যশীল ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু হাফ সেঞ্চুরির আগেই তাকে ফিরতে হয়। ২৯ বলে ৪০ রান করে তিনি বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন। ১৪৩ রানের মাথায় ৪ উইকেট হারায় পঞ্জাব কিংস।

সিকন্দর রাজা ও স্যাম কারেন কিংস ইলেভেন পঞ্জাবকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন। ১৮ তম ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজাকে তুলে নেন সুনীল নারিন। ১৩ বলে ১৬ রান করে তিনি আউট হন। ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন স্যাম কারেন। ৭ বলে ১১ রান করে অপরাজিত থাকেন শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি উইকেট নেন টিম সাউদি। ১টা করে উইকেট নেন উমেশ যাদব,বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল