অ্যাপশহর

মনোজের কাছে বড় রানের আশায় ঋদ্ধি

কেকেআর ফাইনালে উঠতে পারেনি তো কী হয়েছে, আজ হায়দরাবাদের ফাইনালে পুরোমাত্রায় হাজির বং কানেকশন৷

EiSamay.Com 21 May 2017, 1:58 pm
রূপক বসু ■ বেঙ্গালুরু
EiSamay.Com ipl 2017 final wriddhiman saha good expectation from manoj tiwari
মনোজের কাছে বড় রানের আশায় ঋদ্ধি

কেকেআর ফাইনালে উঠতে পারেনি তো কী হয়েছে, আজ হায়দরাবাদের ফাইনালে পুরোমাত্রায় হাজির বং কানেকশন৷ কলকাতার বাসিন্দা রাইজিং পুনে সুপারজায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা আছেন৷ গোটা বাংলা আজ তাকিয়ে মনোজ তিওয়ারির দিকে৷

পুনে টিমে মনোজ ছাড়াও আছেন অশোক দিন্দা৷ যদিও খেলেছেন মাত্র তিনটে ম্যাচ৷ কিন্ত্ত মনোজ শুধু প্রথম এগারোয় নিয়মিত নন , স্টিভ স্মিথের টিমের অন্যতম ম্যাচ উইনারও৷

শনিবার সন্ধেয় বাংলা ক্রিকেট মহলে মনোজ ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে বোঝা গেল , আজ মনোজের সাফল্যেই দিকেই তাকিয়ে আছেন সবাই৷

কলকাতা থেকে ফোনে ঋদ্ধিমান সাহা যেমন বলে দিলেন, ‘মনোজ এই আইপিএলে আউটস্ট্যান্ডিং খেলেছে৷ শুরুটা ভালো করেছিল৷ বাবা মারা যাওয়ার পর ফিরে গিয়ে নিজের ছন্দ ধরে রাখাটা সহজ কথা নয়৷ সেই কঠিন কাজটাই করেছে মনোজ৷ ওর থেকে ফাইনালে ভালো কিছু আশা করাই যায়৷’১২ ইনিংসে ৩১৭ রান মনোজের৷ দুটো হাফ সেঞ্চুরি, স্ট্রাইক রেট ১৪০-এর কাছাকাছি৷ অথচ এই মনোজই নিলামে প্রায় অবিক্রিত থেকে যাচ্ছিলেন৷ প্রথম দু’বার নিলামে টিম না পেয়ে একেবারে শেষ দিকে ৫০ লক্ষ টাকা বেস প্রাইসে তাঁকে কেনে পুনে৷ গত বার আইপিএলে টিমই পাননি৷

সে সব অবশ্য এখন অতীত মনোজের কাছে৷ মনোজ ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেল, আজকের ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে শুধু পুনের হয়েই খেলবেন না মনোজ, খেলবেন বাংলার হয়েও !মুম্বই বধের স্বপ্নে বিভোরের মনোজ আজ পাশে পাচ্ছেন এক মুম্বইকরকেও৷ বাংলার কোচ সাইরাজ বাহুতুলে৷

মুম্বই থেকে ফোনে মনোজকে নিয়ে কথা বলতে গিয়ে সাইরাজের গলায় মুগ্ধতা, ‘মনোজ যে বড় ক্রিকেটার, এ নিয়ে কখনও কারও সংশয় ছিল না৷ সেই সঙ্গে এখন যোগ হয়েছে পরিণতিবোধ৷’ সেই সঙ্গে সাইরাজ যোগ করলেন , ‘আসলে মনোজের ওয়ার্ক এথিক্স দেখার মতো৷ অসম্ভব পরিশ্রম করে৷ সাফল্যের জন্য কোনও শর্টকার্ট খোঁজে না৷ পরিশ্রমের বিকল্প নেই ওর জীবনে৷ ’আগে কথা বলার সময় নিজের সাফল্যের জন্য মনোজের মুখে শোনা গিয়েছিল তাঁর স্ত্রী সুস্মিতার কথা৷ মনোজ বলেছিলেন , ‘আপনি যখন পারফর্ম করার চেষ্টা করছেন , তখন আমার সাপোর্ট সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ৷ আমার স্ত্রী খুব মোটিভেট করে৷ ’

হয়তো সে জন্যই বাবার মৃত্যুর শোকের আবহেও বার বার ঝলসে উঠেছে হাওড়ার বছর ৩১ -এর যুবকের ব্যাট৷ এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে আবার মনোজের কৃতজ্ঞতা ঝরে পড়েছে পুনে কোচ স্টিফেন ফ্লেমিংকে নিয়ে৷ ‘কোচ বলে কেউ যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় , তখন আত্মবিশ্বাস আর আনন্দ থাকে না৷ ’আইপিএল ফাইনালের সেঞ্চুরিয়ান ঋদ্ধি টিপসও দিয়ে রাখছেন মনোজকে৷ ঋদ্ধি শোনালেন , ‘আমি ফাইনাল ভেবে ফাইনাল খেলতে যাইনি৷ সাধারণ একটা ম্যাচের মতোই খেলেছিলাম৷ মনোজও আশা করি সেটাই করবে৷ বাড়তি চাপ নিয়ে কী লাভ ?’দুই মূর্তি পুনের মনোজ -দিন্দা৷ দিন্দা অবশ্য বেশি খেলছেন না৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল