অ্যাপশহর

INDvsWI 1st ODI: ক্যারিবিয়ান ঝড় চেন্নাইতে, ৮ উইকেটে উড়ে গেল বিরাট-বাহিনী!

এ দিন শুরু থেকেই ক্যারিবিয়ানদের বিধ্বংসী বোলিংয়ে ভারতের ব্যাটিং অর্ডার একটু টালমাটাল খাচ্ছিল। বেড়ে যাচ্ছিল একের পর এক বল। আসছিল না রান।

EiSamay.Com 15 Dec 2019, 10:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ডাবল-ডাবল ধামাকা দেখেও মন খারাপ চেন্নাইয়ের। ভারতেরও। কারণ চিদম্বরম স্টেডিয়ামে ৮ উইকেটে কোহলি অ্যান্ড কোম্পানিকে হারিয়ে দিয়েছে পোলার্ডের দল। দর্শক আজ বহুদিন পর ভারতের স্ট্রং মিডল অর্ডারের দাপট দেখেছেন। আঁচ পেয়েছেন শ্রেয়াস-ঋষভ কম্বো প্যাকের রণংদেহি মেজাজের। হেটমেয়ার এবং হোপসের জোড়া শতরানে হাততালি দিয়েও মন খারাপ 'বিরাট' ভক্তদের।
EiSamay.Com cricket
জয়ের উল্লাস...


এ দিন শুরু থেকেই ক্যারিবিয়ানদের বিধ্বংসী বোলিংয়ে ভারতের ব্যাটিং অর্ডার একটু টালমাটাল খাচ্ছিল। বেড়ে যাচ্ছিল একের পর এক বল। আসছিল না রান। ১৫ বল খেলে শেলডন কটরেলের বলে হেটমায়ারের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান লোকেশ রাহুল। বিরাট কোহলি মাঠে নেমে মাত্র চারটে বল খেলে কটরেলেরই তীরে বধ হয়ে যান। তারপরে শক্ত হাতে খেলার ভীত তৈরি করেন শ্রেয়াস আইয়ার। সমানে সঙ্গত দিচ্ছিলেন রোহিত শর্মা। তবে ছন্দপতন হয় রোহিত আউট হতেই। হিটম্যান এদিন ৫৬ বল খেলে স্কোর করেন মাত্র ৩৬ রান।

খেলা জমে যায় ঋষভ পন্থ মাঠে নামতেই। একের পর এক দুরন্ত সব শট ঝুলি থেকে বের করে বিধ্বংসী ক্যারিবিয়ান বোলিং লাইন আপের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিয়ে যাচ্ছিল ঋষভ-শ্রেয়াস জুটি। ১০০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। হাফ সেঞ্চুরি আসে দুজনেরই ব্যাট থেকে। ভারতকে সম্মানজনক স্কোরবোর্ডের দিকে নিয়ে যেতে থাকেন এই জুনিয়র জুটি।

৭০ রান করে জোসেফের বলে আউট হয়ে যান শ্রেয়াস। মাঠে নেমেই লড়াকু খেলা শুরু করে দেন কেদার জাদব। কিছুক্ষণের মধ্যেই ৭১ রান করে পোলার্ডের বলে আউট হয়ে যান ঋষভ পন্থ। জাডেজা নামেন তারপরে। কেদার এবং জাডেজা মিলেও অনেকখানিই রান যোগ করেন ভারতের স্কোরবোর্ডে। কেদারকে আউট করেন কীমো পল। আর রবীন্দ্র জাডেজা রান আউট হয়ে প্যাভিলিয়ন ছাড়েন। একদিনের ম্যাচের আনকোড়া শিবম দুবেও মাত্র ৯ রান করে ক্রিজ ছাড়েন। ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান করে ভারত। ক্যারিবিয়ানদের হয়ে শেলডন কটরেল, কীমো পল, আলজারি জোসেফ প্রত্যেকেই দুটি করে উইকেট তুলে নেন। অধিনায়ক পোলার্ড নেন একটি উইকেট।

তবে এদিন ব্যাট হাতে মাঠে নেমে কিছুক্ষণের মধ্যেই প্রথম উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৯ রানে সুনীল আম্বরিসকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন দীপক চাহর। কিন্তু তার পরই ঘুরে যায় খেলা। জমে যায় শাই হোপ এবং শিমরো হেটম্যায়ারের পার্টনারশিপ। সেঞ্চুরি করেন হেটম্যায়ার। দুরন্ত একটা ইনিংস এদিন চিদম্বরম স্টেডিয়ামের দর্শকদের উপহার দেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ১০৬ বল খেলে ১৩৯ রান করেন তিনি। ১১টি চার এবং ৭টি ছক্কা দিয়ে সাজানো হেটম্যায়ারের এই ইনিংস। বীরের দাপটে খেলে মহম্মদ শামির বলে আউট হয়ে যান তিনি।

খেলা একাহাতে টেনে নিয়ে যাচ্ছিলেন শাই হোপ। কারণ ক্যারিবিয়ানদের সেই সময়ে রীতিমতো চেপে ধরেছিলেন ভারতীয় বোলাররা। শামি-চাহর-কুলদীপদের বলে রান এক্কেবারেই আসছিল না ওয়েস্ট ইন্ডিজ ব্য়াটসম্যানদের ব্যাট থেকে। তবুও বীরপ্রতাপে লড়াই করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শাই হোপ এবং নিকোলাস পুরন। সেঞ্চুরিও করে ফেলেন শাই হোপ। ১৫১ বল খেলে শতরান করেন হোপ। তাঁর এই ইনিংস সাতটি চার এবং একটি ছক্কা দিয়ে সাজানো। অন্যদিকে নিকোলাস পুরন ২৩ বলে ২৯ রান করেন। দুজনের শক্ত ব্যাটিংয়ে শেষমেশ ম্যাচ পকেটে পুড়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪৭ ওভার ৫ বলের মাথাতেই ২৯১ রান করে ফেলে ক্যারিবিয়ানরা। ৮ উইকেটে ভারতকে হারায় পোলার্ডের দল। ভারতের হয়ে দীপক চাহর এবং মহম্মদ শামি একটি করে উইকেট তুলে নেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল